পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচয় । সম্ভাবন দ্বারা লৌহের সন্নিহিত স্থানে বিপরীত cos woef=N-(Opposite polarity is created at the near end by Induction):— যদি একটি নরম লোহকে -চুম্বক বাজ্যে রাখা যায় তবে দেখা যায় অধিকাংশ বলরেখা লৌহের মধ্য দিয়া যাইতে থাকিবে । এবং লৌহের এক শেষভাগ দিয়া বলরেখাগুলি লেীহেব মধ্যে প্রবেশ করিবে ও অন্ত শেষভাগ দিয়া নির্গত হইয়া যাইবে । বলরেখা প্রবিষ্ট লৌহটি এখন বলরেখার প্রভাবে ঠিক একটি চুম্বকের ন্যায় হয়। উহার যে শেষভাগ হইতে বলরেখ। নির্গ ত হইতেছে তাহ1. N-মেরু ও যে শেষ ভাগ দিয়া বলরেখা প্রবেশ করিতেছে তাগ S-মেরু। এখন যদি লেগুটি N-মেরুর নিকটে থাকে তাছা হইলে N-মেরু হইতে নিৰ্গত পলরেখা লৌহের নিকটবৰ্ত্তী শেষভাগ দিয়া উহার মধ্যে প্রবেশ করিবে; অর্থাৎ নিকটবৰ্ত্তী শেষভাগটি S-মেরুর ন্যায় হইবে এবং দূরবর্তী শেষ ভাগ দিয়া নির্গত হইবে অর্থাৎ দুরবস্ত্রী শেষভাগটি N-মেরুর স্তায় হইবে। ইহা ৬চিত্রে দর্শিত হইয়াছে, NওS চুম্বকের মেরু, এবং NওS লৌহের মধ্যে সম্ভাবিত মেরু । এই চিত্র আরও দেখা যাইতেছে, কিরূপে পর পর লৌহখণ্ড থাকিলে তাহাদের চিত্ৰ—৭৬ উপর সম্ভাবন সম্ভব ও এই সম্ভাবনের তীব্র তা কিরূপে ক্রমশঃ কমিয়া যায়। চুম্বক হইতে প্রথম ; লৌহটিতে যত, রেখা প্রবেশ করিতেছে তাহাই এই লৌহের সম্ভাবিত চুম্বকত্বের