পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক AASAASAASAASAASAASAASAAMAMAMAMAAAS সম্ভাবিত চুম্বক দৃষ্ট হইবে ( চিত্র-৭৮) । অর্থাৎ লৌহের মধ্যে প্রচুর বাড়তি বলরেখা স্বম্ভ হয় এবং শেষ ভাগদ্বয়ে যেখানে এই রেখাগুলি • নির্গত হইতেছে বা বায়ু হটতে প্রবিষ্ট - 3. হইতেছে, তথায় মেরু দৃষ্ট হয়। 4 এখানে যেটা বামদিকে তাহ ৪ মেরু ও যেটা ডাইনটিকে তাহ N মেরু یا 3-f63 হইতেছে। ধৰা যাউক যে এরূপ ভাবে উৎপন্ন প্রতি মেরুর তেজ M, তাহা হইলে চুম্বকত্ব হেতু 4 ন M রেখা N মেরু হইতে মধাগে (এখানে বায়ু) নির্গত হইয়া S মেরুতে আসিতেছে ৭ তথা হইতে লৌহের মধ্য দিয়া পুনরায় N মেরুতে ফিরিতেছে। এভদ্ব্যতীত রাজ্যের রেখাগুলিও লৌহের মধ্য দিয়া যাইতেছে। এখন যদি রাজ্য তেজ তয় II ও লৌগুটির আড়কর্তনের বিস্তার হয় a, তাহ হইলে লৌহের মধ্য দিয়া রাজ্যের a H বলরেখা যাইতেছে এবং এই রেখাগুলি যেদিকে যাইতেছে 4 T M রেখাগুলিও সেইদিকে যাইতেছে । স্বতরাং যদি হানিকর কারণ কিছু না থাকে, তাহা হইলে লৌহের মধ্য দিয়া মোট : H+4 n M বলরেখা যাইতেছে। ইহার মধ্যে a H বলরেখা রাজ্য হেতু এবং তাহা লোহের অবর্তমানেও থাকিবে ও 4 ক M বলরেখা লৌহের মধ্যে সম্ভাবিত চুম্বক হেতু । ইহাদের মধ্যে a H কে 'চুম্বককরণ রেখা বা “লাষ্টন অফ ম্যাগনেটাইGoin' ( Lines of magnetisation ) s a H+4 r M Co. ‘TSRR Cao' al “ofot-so-tson' (Lines of Induction) অথবা ‘ম্যাগনেটিক ফ্রাকৃদ ( Magnetic flux ) বলে। এই ফ্লাক্সের 'ডেনসিটি বা ঘনতা অর্থাৎ মেরুমুখের প্রতি একক বর্গ বিস্তৃতির মধ্য দিয়া যত রেখা হয় তাহাকে ‘ফ্লাক্স-ডেনসিটি' (Flux density ) বলে, ইহা B দ্বারা সূচিত হয়, অতএব B一凸土4°L=H+4T ", Ꮔ. ೩.