পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক বুদ্ধির হার অতি মন্দ হয় অর্থাৎ উহা ( B ) প্রায় সমভাবে থাকে । আবার ঢালাই লৌহের ( cast iron ) বেলায় দেখা যায় H যখন • হইতে ২৫ অবধি বাড়িতে থাকে B এর বুদ্ধির হার সর্বাপেক্ষা অধিক হয়, পরে H এর ২৫ হইতে ৩৫ এর মধ্যে B এরবুদ্ধি ক্রমান্বয়ে কমে ও তাহার পরে B এর বৃদ্ধির হার অতি অল্প হয়। কঠিন ষ্টিলের (Hard চিত্র-৮ steel ) বেলায় দেখা যায় মে H এর প্রথম অবস্থায় B এর বুদ্ধিব ভাব সমভাব হয় ও প্রায় H এর অনুপাতে হয়। চিত্র হইতে দেখা যাইতেছে যে এই চুম্বকীভবন রেখাগুলি কেহই সরল রেখা নহে সুতরাং প্রেরণক্ষমতা M বা 盟 সৰ্ব্বত্র সমমন নহে, Hএর উপর নির্ভর করিতেছে এবং কোন পরিমাণ হইতে আরম্ভ করিয়া সৰ্ব্বাপেক্ষা অধিক গুরুত্বে আসে ও পরে কমিতে থাকে তাছাও দেখান হইয়াছে। প্রেরণক্ষমতা M, ইহা ব্যতীত আরও অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে তন্মধ্যে পূৰ্ব্ব চুম্বকত্ব, পাদর্থ্য, রাজ্যতেজ, তপ্ততা ও পূৰ্ব্ব পরিচয় উল্লেখ যোগ্য। এই রেখাগুলি হইতে বুঝা যায় কিরূপ লোঁহে কওঁটা চুম্বক-করণ বল (H ) হইলে উহা স্ববিধ জনক চুম্বকে পরিণত হইবে। ce=gets-syst= Pf==S= ( Variation of Permeability );—(১) ইহা বস্ত্রর পদার্থের উপর নির্ভর করে। (২) ইহা রাজ্য-তেজের উপর নির্ভর করে। যথা –ছুৰ্ব্বল রাজ্যে, নরম লৌহের বেলায় অতি দ্রুত গুরুত্বে পরিণত হয় ও তাহার পর কমিতে থাকে