পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

響 বিদ্যহতত্ত্ব শিক্ষক Bএর বিশেষ কোন বৃদ্ধি লক্ষিত হয় না, উহা প্রায় একভাব রহিয়া যায় । এখন যদি প্রবাহ হ্রাস করিয়া H কে কমাইতে থাকা যায়, তাহ হইলে B ও কমিতে থাকিবে বটে কিন্তু যে পরিমাণে বাড়িয়াছিল তদপেক্ষ কম পরিমাণে কমে সুতরাং প্রবাহকে শূন্তে পরিণত করিলেও B শূন্তে পরিণত হয় না, কিছু অবশিষ্ট থাকে, ইহাকে অবশিষ্ট চুম্বকত্ব (Residual magnetism ) stri i qē w fè gwowzor Rà করিতে হইলে প্রবাহের দিক উণ্টাইয়া দিয়া বিপরীত দিকের প্রবাহকে ক্রমশ: বাড়াইতে থাকিলে, উহার কোন নির্দিষ্ট পরিমাণ হইলে B শূন্যে পরিণত হইবে । বিপরীত দিকের H এর এই পরিমাণকে “সংহার বল” (Co-ercieve force) বলে । অতএব অবশিষ্ট চুম্বকত্ব নষ্ট করিতে বিপরীত দিকে যে পরিমাণ H লাগে তাহাকে চুম্বকত্ব-নাশক বা সংহার বল বলে । ইহার পরেও যদি বিপরীত দিকের প্রবাহকে আরও বাড়াইতে থাকা যায় তাহা হইলে বিপরীত দিকে B অপেক্ষাকৃত অধিক হারেপ্রস্তুত হইতে থাকিবে, অর্থাৎ চুম্বকের মেরুত্ব উণ্টইয়া যাইবে এবং এখানেও পূৰ্ব্ববৎ, কিন্তু কিছু অধিক হারে, B প্রথমতঃ অতি দ্রুত বাড়িয়া, পরে জল্প হারে বাড়িতে থাকে ও শেষে লৌহটি চুম্বক পূর্ণতার নিকট আসিলে B প্রায় সমভাব রহিয়া যায় । দৃষ্ট হইবে যে প্রথম চুম্বক-করণে H এর যে পরিমাণে লৌহটি চুম্বক-পূর্ণতা প্রাপ্ত হইয়াছিল, এস্থলেও বিপরীত দিকে H এর প্রায় সেই পরিমাণেই লৌহটি চুম্বক-পূর্ণত প্রাপ্ত হয় । এখন যদি এই বিপরীত দিকের প্রবাহকে ক্রমান্বয়ে কমান যায় তাহা হইলে B ও ঠিক পূৰ্ব্ববৎ কমিতে থাকিবে এবং H বা প্রবাহ শূন্য হইলেও B শূন্তে পরিণত হইবে না, পূর্বের অবশিষ্ট চুম্বকত্বের সমান চুম্বকত্ব রহিয়া যাইবে । পুনরায় যদি প্রবাহকে বিপরীত করিয়া প্রথম বারের দিকে দেওয়া যায় ও প্রবাহের তেজ ক্রমশ: বাড়াইতে থাকা যায় s—f.