পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক à e তাহা হইলে ঠিক পূর্বের সমান সংহার-বল দ্বারা এই বিপরীত ( দিকের ) অবশিষ্ট চুম্বকত্ব নষ্ট হইবে ও পরে প্রবাহের আরও বৃদ্ধির সহিত B ঠিক প্রথম বারের মত কিছু কিছু অধিক হারে বাড়িতে থাকিবে ও লৌহটি ঠিক পূৰ্ব্বের সহিত সমান চুম্বক-করণ বল দ্বারা সম্পূর্ণ চুম্বকত্ব প্রাপ্তির পর B সমভাব রহিয়া যাইবে । দ্রষ্টব্য—এখন যদি প্রবাহকে পুনরায় কমান যায় তাহা হইলে পূর্বের মত অল্প হারে চুম্বকত্ব কমিতে থাকিবে । সুতরাং সৰ্ব্ব প্রথম চুম্বক-করণ কালে লৌহটির চুম্বকত্বের যে হারে পরিবর্তন হইয়াছিল সেই হারের পরিবর্তন আর পাওয়া যায় না। প্রবাহ বা Hএর পরিবর্তন হেতু Bএর এইরূপে শূন্ত হইতে কোন দিকে গরিষ্ঠে ও তৎপরে শূন্ত হইয়া অন্য দিকের গরিষ্ঠে বুদ্ধি ও সৰ্ব্ব শেষে শূন্ত হইয়া প্রথম গরিষ্ঠে ফিরিয়া যাওয়াকে "চুম্বককরণ চক্র” বলে। ~f~5tg=={ C+1=2i (Hysteresis Curve ):—ool পরিবর্তন কালের H ও তদনুযায়ী Bএর পরিমাণ সকলকে গ্রাফ কাগজে লিপিবদ্ধ করিয়া যে রেখাচিত্র পাওয়৷ যায় তাহাকে পশ্চাদ্ভবন রেখা'বা হিষ্ট্রেcaf;Rl *fğ (Hysteresis Curve) বলে। এই রেখাচিত্র হইতে Hএর হ্রাস কালে B আক্ষপাতৃিক ভাবে হ্রাস না হইয়া কিরূপে পিছাইরা পড়ে তাহা বেশ সহজে বুঝিতে পারা যায়। هدية ৮৪ চিত্রে এই রেখাচিত্র দেওয়া হইয়াছে। ইহাতে ভুজযুগের (Co-ordinate) খাড়। রেখাটিতে B ও শায়িত রেখাটিতে H পরিমিত হইয়াছে। দক্ষিণে পরিমিত H একদিকের প্রবাহ ও বামে পরিমিত II তাহার বিপরীত দিকের প্রবাহকে নির্দেশ করিতেছে। ঠিক সেইরূপ উৰ্দ্ধে পরিমিত B প্রথম দিকের প্রবাহ ও নিম্নে পরিমিত B বিপরীত দিকের প্রবাহ হেতু উৎপন্ন হইয়াছে।