পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ه/و ] হইতেছে। বিদ্যুৎতত্বের শিক্ষার বিস্তৃতি এইজন্ত বিশেষ প্রয়োজন । আমাদের দেশে দেশীয় ভাষায় দুই একখানি পুস্তক এ সম্বন্ধে ইহার পূৰ্ব্বেও প্রকাশিত হইয়াছে বটে কিন্তু এই বিদ্যার প্রভূত বিস্তারের জন্য এই পুস্তক* খানি বহুল চিত্র সম্বলিত করিয়া এবং প্রয়োজন মত যে ভাষায় অল্প আয়াসে সকল শ্রেণীর লোক যেরূপে বুঝিতে পারেন সেইরূপ শব্দ ব্যবহার করিয়া পুস্তকখানির লিখিত বিষয়গুলিকে পাঠকগণের ও শিক্ষাখিদিগের সহজে হৃদয়ঙ্গম হইবে বলিয়া সৰ্ব্বাঙ্গ সুন্দর করিবার চেষ্টা করা হইয়াছে। বিদ্যুৎ সম্বন্ধীয় জ্ঞানের যাবতীয় আবশ্বকীয় বিষয় বর্তমান সময়োপযোগী করিয়া ইহাতে লিখিত হইল। এতদ্ব্যতীত যদি কোন বিষয় প্রয়োজনীয় বলিয়া কাহারও মনে হয় তবে গ্রন্থকারকে জানাইলে ভবিষ্যতে তাহার ব্যবস্থা করা যাইবে । এই পুস্তকখানি প্রকাশ করিতে যে সকল সহৃদয় মহোদয় ও ব্যবসায়ীগণ সহায়তা করিয়াছেন তাহাদিগকে আমরা আম্ভরিক ক্লভজ্ঞতা জ্ঞাপন করিতেছি। তন্মধ্যে ডাক্তার শ্ৰীযুত একেন্দ্রনাথ ঘোষ এম-এ, এম-ডি (প্রাথমিক চিকিৎসা সাহায্য বিষয় লিখিবার নিমিত্ত), শ্ৰীযুত রবীন্দ্রনাথ দত্ত, .এম-এ, বি-এল ( বেতার বার্গুপ্রেরণ বিষয় লিখিবার নিমিত্ত ), ইণ্টারন্যাশনাল জেনারাল ইলেকটিক কোম্পানির ইঞ্জিনিয়ার ঐযুত মনোরঞ্জন ঘোষ ব্লক প্রভৃতি দ্বার সাহায্য করিবার নিমিত্ত"), ইণ্ডিয়ান অটোমবাইল ইনষ্টিটিউটের ড্রষ্টং শিক্ষক শ্ৰীযুত মানগোবিন্দ পাল (নিজের তত্ত্বাবধানে ঐ বিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ক্লাসের ছাত্রগণ দ্বারা এই পুস্তকের শতকরা ৯৫টী চিত্র অঙ্কনের নিমিত্ত ), এবং মেসাস সিংহ কোম্পানির নাম বিশেষ উল্লেখযোগ্য। দি ইণ্ডিয়ান অটােমবাইল ইনষ্টিউটের সেক্রেটারী শ্ৰীযুত আশুতোষ শীল ঐ বিদ্যালয়ের লাইব্রেরী ব্যবহারের ও পুস্তক প্রকাশের সকল বিষয় সহায়তা করায় আমরা তাহার নিকট বিশেষ ঋণী । স্বধী পাঠকবর্গের হস্তে এই পুস্তকের গুণাগুণ বিচারের ভার অর্পিত হইল । ইভি A নিবেদক— কলিকাতা । , ঐশৈলজাপ্রসাদ দত্ত সন ১৩৩৫ সাল । ঐস্থনীলকুমার মিত্র |