পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক @裕, ( Temperature) বলে, ঠিক সেইরূপ কোন বস্তুতে বিদ্যুৎ দান বা তাহা হইতে বিয়োগ করিতে থাকিলে যাহার উন্নতি বা অবনতি ঘটিতে থাকে তাহাকে 'পোটেলসন্যtল' ( Potential ) বলে। বিদ্যুৎ কারণ এবং পোটেনস্তাল ফল খাছার উন্নতি কোন বস্তুর উপর ঘটে যখন তাহাতে বিদ্যুৎ দেওয়া যায় বা অবনতি ঘটে যখন তাঙ্কা হইতে বিদ্যুৎ লওয়া হয়। অর্থাৎ বিদ্যুৎ পরিমাণ বাচক ও পোটেনস্তাল গুণ বাচক সুতরাং ক্রমবাচক । সকল বস্তুতেই (বস্তু বিশেষে) কিছু পরিমাণ বিদ্যুৎ আছে ও তাছাদের কোনও না কোনরূপ পোটেনস্তালও আছে। সাধারণ অবস্থায় সকল ভূসংলগ্ন বস্তুর পোটেনস্তাল সমান ও তুহে পৃথিবীর পোটেনস্যালের সহিত সমান। এই পোটেনস্যালকে শূন্ত ধরা হয়, স্বতরাং সাধারণ বস্তুতে কিছুই পোটেনস্যাল নাই। (এখন যদি কোন সাধারণ বস্তু হইতে কিছু বিদ্যুৎ লওয়া যায় তাহা হইলে ইহার পোটেনস্যাল কমিবে অর্থাৎ শূন্যের নীচে যাইবে বা নেগেটিভ (Negative) হইবে, বস্তুটিকে اهمیت مسیحیحه তখন বলা হয় নেগেটিভ পোটেনস্যালের বা নেগেটিভ ভাবে বিছাদ্ধান (Negatively Charged) I wis দি কোন সাধারণ অবস্থার বস্তুতে কিছু বিদ্যুৎ দেওয়া যায় তাহা হইলে ইহার পোটেনস্যাল বৃদ্ধি পাইবে অর্থাৎ শূন্তের উপর উঠবে বা পজিটিভ ( Positive) হইবে, এবং বস্তুটিকে তখন বলা হয় পজিটিভ পোটেনস্যালের বা পজিটিভ ভাবে - footo (Positively Charged ) ; w f=Pre-sa=(Electrification):– পরথ (১) (ক) একটি র্কাচদগুকে সিল্কের রুমাল দ্বারা ঘর্ষণ করিয়া কঁাচদগুটিকে অথবা সিন্ধföcmーャa রুমালটিকে ছোট ছোট কাগজের টুকরা বা কুট। প্রভৃতি হালকা দ্রব্যের উপর ধরিলে দেখা যায় যে কাগজের টুকরা বা