পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(J99) বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ইহাতে C, পিত্তল দণ্ডে সংযুক্ত D একটি পিত্তল চাকতি এবং A ও B দুইটি সোণার পাত, E একটি কাচের জার, দুইটি ধাতব পাত ইহাতে আছে, ইহার ঐ জারের গাত্রে সংলগ্ন ও পৃথিবীর সহিত সংযুক্ত হইতে পারে। যদি D চাকতিতে বিদ্যুৎ দেওয়া যায় তাহ হইলে ঐ বিদ্যুৎ C, দাও ও A ও B স্বর্ণপাতে বিস্তৃত হইবে । এবং যেহেতু অনুরূপ বিদ্যুৎ পরস্পরকে নিক্ষেপ করে, নিক্ষেপণ হেতু স্বর্ণপাত দুইটি ফাক श्झां यांझे८रु (किंग्ल->8) । సత్EER ولا ImmerrTT1 اليا 5FFr፴ স্বর্ণপাত দুইটিতে বিড়্যতের পরিমাণ যত অধিক হইবে, উহারা তত অধিক ফাক হইবে । এবং উহাদের নিকট ভূসংলগ্ন ধাতব পাতদ্বয় থাকায় উহার অপেক্ষাকৃত অধিক কাক হইবে, ইহার কারণ সম্ভাবন পড়িলে বুঝা - fā-సెB ষাইবে । এই যন্ত্রের সাহায্যে কোন বস্তু ৰিদ্বাৰান কিনা পরীক্ষা করা যায়। বস্তুটিকে D চাকতির সহিত স্পর্শ করাইলে যদি স্বর্ণপাত ক্ষীক হয় তাহা হইলে উহ। বিদ্যুম্বান। ৰস্তুটিকে D চাকতির সহিত না ঠেকাইয় উগর নিকটে আনিলেই যদি উহ। বিছাদ্ধান্‌ হয় তাহা হইলেও স্বর্ণপাত দুইট' ফকি হইবে। ইহার কারণ সম্ভাবন হইতে বুঝা যাইবে । e দ্রষ্টব্য—এই যন্ত্রটাতে স্বর্ণপাত ব্যবহার করিবার কারণ এই যে স্বর্ণের খুব পাতল৷ পাতলা পাত প্রস্তুত হইতে পারে ( ১ঘন ইঞ্চি পরিমাণ স্বর্ণ হইতে প্রায় ৩• • • • • বর্গ ইঞ্চি বিস্তৃত পাত হইতে পারে)। যদিও স্বর্ণ অধিকাংশ ধাতু অপেক্ষ। ভারী, ইহার পাত এত পাতল হইতে পারে যে অস্ত যে কোন ধাতুর সমবিস্তৃতির পাত অপেক্ষ ইহার পাত হালকা। প্রবণ ( Sensitive ) যন্ত্র প্রস্তুত করিতে হইলে খুব হালক। পাতই প্রশস্ত, যাহাতে সামান্ত বিদ্যুৎ পরিমাণের ক্ষীণ বল (নিক্ষেপণ ) দ্বারা হাল্কা পাত সহজেই অধিক ফাক হয়। ইহার দ্বিতীয় সুবিধ। এই যে পাতের স্থূলতা অতি অল্প হওয়ায় ফাক হইতে বিশেষ বাধা পায় না ।