পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক १छं. মোট রেখাগুলি টিনপাত, ছিন্ন রেখাগুলি অভ্র নির্দেশ করিতেছে। বিজেড়ি সংখ্যক পরিচালক টিনপাতগুলি সরু রেখার দ্বারা নির্দিষ্ট এবং একত্র B, টার্মিনালে সংযুক্ত। জোড় সংখ্যক পরিচালক টিন পাতগুলি মোট রেখার किंब-s*२ .f5 -می * د দ্বারা দর্শিত এবং একত্র A টামিনালে সংযুক্ত আছে। এইরূপে ইহা দুইটি বৃহৎপাত বিশিষ্ট কণ্ডেনসারে পরিণত হইয়াছে। সচরাচর ইহাদের ধারণ ক্ষমতা স্তু মাইক্রোফ্যারাড। ১১২ চিত্রে টেলিগ্রাফে ব্যবহৃত একটি পরিবর্তনক্ষম কণ্ডেনসার দেখান হইয়াছে । ইহাতে টিনপাত ও মোম কাগজে গঠিত সাতটি কণ্ডেনসার আছে ও তাছাদের সমষ্টির ধারণক্ষমতা ৭ মাইক্রোফ্যারাড। তৃাহাদের N চিহ্নিত পাতগুলি A টামিনালে সংযুক্ত এবং P চিহ্নিত পাতগুলির মধ্যে ৪টিকে D চিহ্নিত পিত্তলখাও ও বাকী ৩টিকে B চিহ্নিত পিত্তল খণ্ডের সহিত প্লাগার সংযোগ করা যায় । D চিহ্নিত অংশ হইতে ২৫ মাইক্রোফ্যারাড করিয়া -২৫ হইতে ৩৭৫ মাইক্রোফ্যারাড ও E চিহ্নিত অংশ হইতে ৫ মাইক্রোফ্যারাড করিয়া ৫ হইতে ৩.৫ মাইক্রোঙ্ক্যারাড পৰ্য্যন্ত ধারণক্ষমতা পাওয়া যাইতে পারে। আবার প্লাগদ্বারা D ও B কে সংযোগ করিলে মোট ৭ মাইক্রোফ্যারাড ধারণক্ষমতাও পাওয়া যায়। . . . . বৈদুতিক অবরোধ ( Electrical Secreeningy's fortre+, sista (Seat of Charge ) :-কোন স্থানকে পরিচালক (যথা তারের জালতি গ্রভৃতি) দ্বারা বিরিয়া ও চাষিরা" দিলে ঐ