পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o হে-তত্ত্ব শিক্ষক সেলের পল্লমাক্স. (Life ofcell):—সেলের মধ্যে রাসায়নিক প্রক্রিয়া হেতু প্রবাহ পাওয়া যায়। উত্তেজকের সহিত পরিচালকের এই রাসায়নিক প্রক্রিয়। কালে পরিচালকটি ও কোন কোন স্থলে উত্তেজক উভয়েই ক্ষয় প্রাপ্ত হইতে থাকে ও তৎপরিবর্তে নূতন রকমের পদার্থ উৎপন্ন হয় । স্বতরাং যতক্ষণ পর্য্যন্ত তাহাদের মধ্যে কেহ ক্ষয় প্রাপ্ত হইয়া একেবারে নিঃশেষ না হয় ততক্ষণ পৰ্য্যস্ত প্রবাহ পাওয়া যাইবে । অবশ্য অনেক স্থলে দেখা যায় যে সেলের পোলদ্বয়কে সংযোগ করিবার কিছু পরেই প্রবাহ বন্ধ হইয়া যায় এবং বল বাহুল্য যে উত্তেজক ও পরিচালকের মধ্যে কেহই তখনও বিশেষরূপ ক্ষয়প্রাপ্ত হয় নাই। সেলের পরমায়ু যে শেষ হইয়াছে তাহা নহে, তবে পোলরিজেসন হেতু সেলের কার্য্যাবলীর ব্যাঘাত ঘটিতেছে বলিয়, ঠিক মত সেল প্রস্তুত হইতে না পারিবার দরুণ, প্রবাহ বন্ধ হইতেছে এবং ডিপোলারাইজার ব্যবহার করিয়া পোলারিজেসান বন্ধ করিলেই প্রবাহ পাওয়া যাইতে থাকিবে । * সেলেক্স ই, এম, এফ, (E. M. F) :-সেলের পোলদ্বয় অর্থাৎ পরিচালুক দুইটিকে উত্তেজকের মধ্যে ডুবাইলে রাসায়নিক প্রক্রিয়া ছেণ্ডু তাহাদের মধ্যে যে পোটেনস্তাল বা চাপ-পার্থক্য ঘটে তাহাই পোলদ্বয়কে তারদ্বারা সংযুক্ত করিলে বিদ্যুৎকে সেলের মধ্য দিয়া ও তারের মধ্য দিয়া প্রবাহিত করায় । সেইজন্ত এই পোটেনস্তাল বা চাপ পার্থক্যকে বিদ্যুচ্চালক-বল বা ইলেকট্রো-মোটিভ-ফোর্স ( Electromotive-force ) <l ntt*c*i è, qw, qw, ( E. M. F ) <• I ইহা ভোট ( Wolt ) দ্বারা পরিমিত হয়। সেলেক্স ব্লকম –সেল প্রধানতঃ দুই প্রকারের—(১) প্রাইমারী ( Primary ) বা বাহ নিজেই বিদ্যুৎ প্রবাহ দানে সক্ষম, (২) সেকেণ্ডারী (Secondary), বা ষ্টোরেজ (Storage) সেল বা আকুমুলেটার ۹ - به