পাতা:বিবিধ কথা.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দ ))● I saw his marvellous purity... I felt his wonderful love....His greatness had not dawned on me then. The Master as I saw Him. P. 214. –“I felt his wonderful love'-->ztỆ NHH foi i sFH নিকটে ইহাই তাহার প্রথম ও প্রধান দীক্ষালাভ। দ্বিতীয় প্রসঙ্গ—বিবেকানন্দ > উনবিংশ শতাব্দীর প্রারম্ভ হইতেই ভাবপ্রবণ বাঙালীর চিত্তে পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান উগ্র মদিরার মত সঞ্চারিত হইতেছিল, এবং ক্রমশ উহার বিষক্রিয়াই প্রবল হইয়া উঠিল। আশ্চর্য্যের বিষয়, শতাব্দীর শেষে, যখন সেই বিষের প্রভাব প্রায় চরমে উঠিয়াছে, তখন এক বাঙালী সন্তানের অপরিমেয় প্রাণশক্তি ও সৰ্ব্বগ্রাসী মনীষা তাহাকে হজম করিয়া, সেই বিধৰ্ম্মের বিষকে স্বধৰ্ম্মের রসায়নে শোধন করিয়া সঞ্জীবনী সুধারসে পরিণত করিল—বিবেকানন্দের জীবনে সেই শক্তির স্ফুরণ হইল কেমন করিয়া তাহাই আমরা এখানে প্রত্যক্ষ করিতেছি । বুদ্ধিমান বিজেত জাতির বিষয়-জ্ঞান ও কূটনীতির সাফল্যদর্শনে যে পরধৰ্ম্মপ্রতি, ও তৎসহ নবলব্ধ বিদ্যার যে অভিমান, তাহাই বাঙালীকে আত্মভষ্ট করিতেছিল, এবং স্বাধীন যুক্তিবাদ বা বিবেকের ছদ্মবেশে যে অতিশয় স্বার্থপর অথচ মুকল্পিত ব্যক্তি-ধৰ্ম্ম সমাজে এক ভয়াবহ আদর্শকে উদ্ধত করিয়া তুলিতেছিল— বিবেকানন্দও প্রথম বয়সে সেই আদশে আকৃষ্ট হইয়াছিলেন । ইহাও বিশ্বাস করি যে, শেষ পর্য্যন্ত তিনিও বিজয়কৃষ্ণের মত এই ঘূর্ণাবর্ত হইতে