পাতা:বিবিধ কথা.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দ > :) ఏ supremacy....And his days were numbered. Sixteen years passed between Ramakrishna's death and that of his great disciple-years of conflagration. He was less than forty years of age when the athlete lay stretched upon the pyre. —কিন্তু যে কড় ও আগুন তাহার জীবনের এক মুহূৰ্ত্তকে বিশ্রাম দেয় নাই—কৰ্ম্মের সেই অসীম উন্মাদনার মধ্যেই কত ব্যক্তি র্তাহার ভাবৃভঙ্গিতে একট। অন্তগুঢ় অনাসক্তি ও বাস্তব-বিস্মৃতির প্রয়াস লক্ষ্য করিয়াছেন। কাজ যেন আর কাহার—তাহার নয় ! প্রাণ কেবলই ছুটি চাহিতেছে, আত্মার অন্তস্তলে “অকুল শান্তি, বিপুল বিরতি’র কামনাই জাগিতেছে । কিন্তু উপায় নাই ; যেন কাহার প্রেমে তিনি বাধা পড়িয়াছেন, নিজ জীবনের পরমপুরুষাৰ্থ তাহারই পদে নিবেদন করিয়াছেন । শিব ছিলেন তাহার ইষ্টদেবতা, সন্ন্যাস ছিল তাহার আজন্মের আদর্শ, নিবিবকল্প সমাধির অমৃতরস ছিল তাহার একমাত্র লোভের বস্তু , কিন্তু এ সকলই তুচ্ছ করিয়া তিনি সেই উন্মাদ ব্রাহ্মণের প্রেমে আপনাকে বিকাইয়াছিলেন । সে যে কত বড় শক্তি—যে শক্তি এই পুরুষকে এমন করিয়া বাধিয়া রাথিয়া যাইতে পারে, তাহ হয়তে তিনিই জানিতেন, আমরা কল্পনা করিতেও পারি না । স্বামিজীর সেই *||—“No, the thing that made me do it is a secret that will die with me"-gesitra was:Isj I &eta Wrf as ইঙ্গিত রহিয়াছে, তাহার অর্থ আরও স্পষ্ট হয় যখন র্তাহারই মুখে শুনি -“And Ramakrishna made me over to her ( Kali ), Strange | He lived only two years after doing that and most of the time he was suffering.” (The Master