পাতা:বিবিধ কথা.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দ X & S. প্রকৃতির লক্ষণ থাকিলেও, সেই দ্বন্দ্বকে অর্থাৎ নিজের বিরুদ্ধ আদর্শকে স্বামিজী যেন সৰ্ব্বদা সাবধানে দমন করিয়াছিলেন ; বরং, সেই দ্বন্দ্ব সম্বন্ধে সজ্ঞান ছিলেন বলিয়াই গুরুর আদর্শকেই সমাজে সুপ্রতিষ্ঠিত করিবার জন্য নিজ দেহ-মন-প্রাণের সকল শক্তি এমন করিয়া তাহাতে সমর্পণ করিয়াছিলেন ; এই দ্বন্দ্বই যেন তাহার শক্তি-স্ফুরণের সহায়তা করিয়াছিল। : রোলা র্তাহাৰ্ব্ব গ্রন্থে স্বামিজীর একখানি পত্র উদ্ধৃত করিয়াছেন— একবার অতিশয় ক্লাস্ত অবসন্ন অবস্থায়, সকল কৰ্ম্মের অবসান, পূর্ণ নির্বাণ কামনা করিয়া স্বামিজী লিখিয়াছিলেন— Pray for me that my work stops for ever and my whole soul be absorbed in the Mother....The battles are lost and won I I have bundled my things and am waiting for the great Deliverer. Shiva, O Shiva, carry my boat to the other shore 1...That is my true nature | Works and activities, doing good and so forth are all superimpositions....Bonds are breaking, love dying, work becoming tasteless ; the glamour is off life....The old man is gone for ever. The guide, the Guru, the leader has passed away. দেখা যাইতেছে শ্রীরামকৃষ্ণের প্রবল প্রভাবও তাহার সেই স্বকীয় প্রকৃতিকে সম্পূর্ণ জয় করিতে পারে নাই। গুরুর মৃত্যুর পরেও, তাহার দেহের সেই অলৌকিক তড়িৎ-স্পর্শ লাভের পরেও, স্বামিজী পওহারী বাবার নিকট দীক্ষাগ্রহণ করিতে উষ্ঠত হইয়াছিলেন । ম: রোল ইহার উল্লেখ করিয়াছেন— The latter (Pavhari Baba) would have satisfied his passion for the Divine gulf, wherein the individual