পাতা:বিবিধ কথা.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ミbr বিবিধ কথা একদিন সমাধির অবস্থায় আমার মন একটি আলোকময় পথ ধরিয়া উদ্ধ হইতে উৰ্দ্ধতর লোকে উঠিতে লাগিল । নক্ষত্রলোক পার হইয়া, সুক্ষ্মতর বিজ্ঞানলোক পার হইয়া আমি উঠিতে লাগিলাম, পথের দুই পার্শ্বে যত দেবদেবীর মানস-মূৰ্ত্তি দেখিতে দেখিতে এমন দূরতম স্থানে পৌছিলাম যেখানে একটি জ্যোতির রেখা দ্বারা দ্বৈত ও অদ্বৈতের সীমা চিহ্নিত রহিয়াছে । সে সীমাও পার হইয়। আমি অখণ্ডের ঘরে পৌছিলাম, দেবতারাও সেখানে দৃষ্টিপাত করিতে সাহস করেন না । কিন্তু পরমুহূৰ্ত্তেই দেখিলাম সেই জ্যোতিলোকে সাত জন ঋষি সমাধিস্থ হইয়া আছেন । র্তাহাদিগকে দেখিলে মনে হয়, জ্ঞানে প্রেমে ত্যাগে ও শুচিতায় তাহাদের সমকক্ষ কেহ নাই । বিস্ময়ে বিহাল হইয়া আমি র্তাহাদের মাতাত্ম্যের কথা ভাবিতেছি, এমন সময়ে দেখিলাম, সেই নিস্তরঙ্গ প্রভারাশির এক অংশ জমাট হুইয়া একটি দেবশিশুর আকার ধারণ করিল । অতঃপর সেই শিশু সপ্তঋষির একজনের গলায় তাহার সুন্দর বাহু দুইটি জড়াইয়া অমৃত-নিস্তন্দী কলকণ্ঠে তাহার ধ্যানভঙ্গ করিতে চাহিল ; তাহার মোহন স্পশে ঋষির নিম্পন্দ্রভাব ঘুচিল, তিনি অৰ্দ্ধনিমালিত নেত্রে সেই শিশুর অপূৰ্ব্ব মুখকাস্তি নিরীক্ষণ করিতে লাগিলেন । ঋষির সেই ভাববিভোর দৃষ্টি দেখিয় মনে হইল, ঐ শিশুই যেন তাহার বক্ষের মণি । তখন শিশুও পরম আহলাদে তাহাকে বলিল—“আমি যাইতেছি, তুমিও আইস ।" ঋষি বাক্যক্ষুৰ্ত্তি করিলেন না, কিন্তু তাহার সস্নেহদৃষ্টি সম্মতিজ্ঞাপন করিল, এবং শিশুর পানে চাহিয়া থাকিতেই তিনি পুনঃ সমাধিমগ্ন হইলেন । আমি সবিস্ময়ে দেখিলাম তাহার অঙ্গ হইতে একটি অংশ বিচ্ছিন্ন হইয়া আলোকশিখারূপে পৃথিবীতে অবতীর্ণ হইতেছে। নরেনকে দেখিবামাত্র তামি তাহাকে সেই ঋষি বলিয়া চিনিয়াছিলাম । *