পাতা:বিবিধ কথা.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সত্য ও জীবন २१ Pontius Pilate çq ¢!! *föttfä7–What is Truth ? «qq: উত্তরের অপেক্ষাও করে নাই—সেই Truth-এর সন্ধান মানুষের একটা মানসিক ব্যাধি মাত্র । মামুষ যে সমস্যার সমাধান করিতে চায়, সে সমস্যার উদ্ভব হইয়াছে তাহার জীবধৰ্ম্মের ব্যতিক্রমে ; সেই জন্যই জীবনের আলো মৃত্যুর ছায়ায় অন্ধকার হইয়া উঠিয়াছে। অতএব মানুষের পক্ষে যদি কোনও সত্য-সমস্যা থাকে, তবে সে প্রকৃতির অনুযায়ী জীবনযাপনের সমস্তা। এই জীবনের আদি-অন্ত রহস্যময়। দূর হইতে এই রহস্য চিন্তা করিবার নয়—এই রহস্তের মধ্যে ঝাপ দিয়া নিজেও রহস্যময় হইতে হইবে । সত্য এক নহে, বহু—এ জন্য সকলই সত্য, এবং সকলই মিথ্যা। যেখানে জীবনের ফুৰ্ত্তি, সেইখানেই সত্য। এই স্কৃৰ্ত্তির কি কোনও নিয়ম আছে ? এই বৈচিত্র্যকে ঐক্যসূত্রে বঁাধিবে কে ? এই ক্ষণ-সত্যের আদর্শ নির্ণয় করিবে কে ? গতি ও প্রবাহই যাহার নিয়ম, মৃত্যুময় জীবনপ্রাচুর্য্যই যাহার ধৰ্ম্ম—ভূত-ভবিষ্যৎ-বর্তমান, স্বপ্ন-জাগরণ, স্মৃতি বা বিস্মৃতি যাহার অঙ্গে এতটুকু চিহ্ন রাখে না, তাহার আবার সত্য কি ? কোন মাপকাঠিতে তাহাকে মাপিবে ? ইহার অর্থ করিতে গেলেই—প্রহেলিকা ; তত্ত্ব সন্ধান করিলেই—শূন্যবাদ। তাই যাহারা জীবনধৰ্ম্ম পালন করে, কোনরূপ সত্য-জিজ্ঞাসার মতিভ্রমে যাহারা পড়ে নাই, তাহারাই সত্য পালন করিয়াছে, অজ্ঞানে জ্ঞানীর কাজ করিয়াছে। সত্য কি,—প্রাণকে জিজ্ঞাসা কর, বুঝিতে পারিবে। নিজের মধ্যে যে শক্তি যেটুকু আছে, সেই শক্তিটুকুই সত্য ; তাহার প্রেরণায় যে জীবধৰ্ম্ম তোমার পক্ষে স্বাভাবিক, তাহাই সত্য । যে সংস্কার তোমার প্রাণে বদ্ধমূল, তাহাই তোমার স্বধৰ্ম্ম ; আবার ষে সংস্কার তোমার