পাতা:বিবিধ কথা.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 २ বিবিধ কথা যে বিদ্বেষ—এ বিদ্বেষও ঠিক সেইরূপ। তর্কযুদ্ধের দ্বারা ইহার অবসান কখনও হইবে না । বাস্তব-অবাস্তবের কথা বলিয়াছি, কাব্যের পক্ষে সেই ভেদবুদ্ধি কতখানি সত্য, তাহাও বলিয়াছি। তথাপি রচনাবিশেষে একরূপ অবাস্তবতার স্পষ্ট অনুভূতি জাগে। কিন্তু সে অবাস্তবতাবোধের কারণ কাব্যবর্ণিত ঘটনা বা চরিত্রই নয় ; যে কোনও ঘটনা বা চরিত্র—আমাদের প্রাকৃত সংস্কারে তাহা যতই অসম্ভব বলিয়া মনে হউক—কবির কল্পনা-গুণে বাস্তবরূপে প্রতিভাসিত হইতে পারে। কিন্তু কবি যে জগৎ তাহার কাব্যে স্বষ্টি করিয়াছেন, সেই জগতের একটা গৃঢ় নিয়ম-সঙ্গতি আছে—চরিত্র ও ঘটনা সেই সঙ্গতি-বিরুদ্ধ হইলেই রসাস্বাদনে বিঘ্ন ঘটে, সেইজন্য কাব্য অস্বাভাবিক বা অবাস্তব বলিয়া মনে হয়। অতএব সে অবাস্তবতার প্রমাণ বা মানদণ্ড বাহিরের কোনও বস্তু-সত্য নহে। কবির দৃষ্টি যদি দিব্যদৃষ্টি হয়, তবে কাব্যে সকল বিরুদ্ধ উপাদান একটি সমান রস-পরিণতি লাভ করে। অসম্ভব ও বালকোচিত কাহিনীও কবিকল্পনার বস্তুভেদী দৃষ্টির বলে একটি স্বসমঞ্জস রসরূপ পরিগ্রহ করে। শেক্সপীয়ারের ‘লীয়ারের সমগ্ৰ নাট্য-সৌধ এইরূপ ছেলেমানুষী কাহিনীর উপরেই নিৰ্ম্মিত হইয়াছে ; ঐতিহাসিক ঘটনা ও চরিত্রের সঙ্গেই র্তাহার নাটকে অতিপ্রাকৃত উপাদান গ্রথিত হইয়াছে। অত্যুচ্চ, অতি-গম্ভীর, এবং অতিরিক্ত কাব্য-প্রধান ট্রাজেডিগুলিতে অতি-পরিচিত ও সাধারণ চরিত্র, এবং অতিশয় ঘরোয়—এমন কি, ভাড়ামিপূর্ণ চিত্রও–সন্নিবিষ্ট হইয়াছে। তাহার অনেক কমেডিতে ঘটনার অসম্ভব যোগাযোগ বা আকস্মিক রূপান্তর নির্বিবরোধে স্থান পাইয়াছে ; এমন কি,