পাতা:বিবিধ কথা.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামমোহন রায় ৬৯ যে সমস্তার সমাধানে কত মহা মহা চিস্তাবীর ও কৰ্ম্মবীর আজও কুল পাইতেছেন ন—রামমোহন নাকি তাহাদের বহু পূর্বে তাহারই ইঙ্গিত করিয়াছিলেন, এবং এজন্য রাজনীতি-ক্ষেত্রেও তিনি এ জাতির আদি পথ-প্রদর্শক ! কোনও মূল্য থাক বা না থাক—কাজে লাগুক বা নাই লাগুক, তিনি একটা যা-হয় চিস্ত করিয়াছিলেন, ইহাই যদি র্তাহার রাজনৈতিক গুরু হইবার কারণ হয়, তবে এ কথা বলিলে অন্যায় হইবে না যে, রবীন্দ্রনাথ যে নূতন ছন্দে কাব্য রচনা করিয়াছেন, প্রাচীন বৈষ্ণব কবিগণের কেহ কেহ বহু পূর্বেই তাহার মক্স করিয়াছিলেন, অতএব তাহারাই আধুনিক বাংলা কাব্য-সাধনার গুরু | রামমোহনের অার একটি বড় কাজ—এদেশে ইংরেজী শিক্ষণ প্রবর্তনের উদ্যোগ ও সহায়তা। কথাটা সত্য বটে, কিন্তু এমন ভাবে ইহা ঘোষণা করা হইয়া থাকে, যেন রামমোহনই এক সমগ্র জাতির হিতাক্ষাজী ও কর্তব্যপরায়ণ অভিভাবকরূপে এই কাৰ্য্য করিয়াছিলেন —যেন তাহার চেষ্টা ব্যতিরেকে এদেশে ইংরেজী শিক্ষার প্রচলন হইত না । সতীদাহ নিবারণের মত যেন এ কার্য্যেও তিনি বহু বাধা ও প্রতিকূলতা অতিক্রম করিয়া আত্মহিতবিমুখ সমাজকে এই মৃত-সঞ্জীবন ঔষধ পান করাইয়াছিলেন । র্যাহারা এদেশে ইংরেজী শিক্ষা-প্রবর্তনের ইতিহাস বিশেষভাবে আলোচনা করিয়াছেন তাহারা জানেন, এ বিষয়ে রামমোহনের কৃতিত্ব আর কাহারও তুলনায় বেশি তো নহেই, বরং কম বলিলেও অন্যায় হইবে না। রাজা রাধাকান্ত দেব, গোপীমোহন ঠাকুর প্রমুখ হিন্দু প্রধানগণ এ বিষয়ে কম উদ্যোগী ছিলেন না। লর্ড আমহাস্ট কে একখানি পত্র লেখা ছাড়া, এ কৰ্ম্মে রামমোহনের কায়িক