পাতা:বিবিধ প্রবন্ধ.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छिभाँलटन नैौशश-tioi। R কবিবর কালিদাস হিমালয়কে দেবতাত্মা বলিয়ছেন। দেবতার বাঞ্ছনীয় স্থান বটে। হিমালয়ের মত দৃশ্য বোধ হয় যেন আর কোথাও নাই। এখানকার দৃশ্য নানারূপ। কোথাও নিবিড়ারণ্য-বড় বড় বৃদ্ধ শৈবালাবৃত বৃক্ষ ; তাহাকে প্ৰণ- " য়িণীলতা জড়াইয়া রহিয়াছে, যেন তাহার সঙ্গে একাত্মা হইয়াছে, মৃত্যু হইলে এক সঙ্গে মরিবে, তার আগে ছাড়িবে না। ছোট, বড়, সরু, মোটা, লম্বা, চৌড়া কত রকমের ফাৰ্ণ শোভা পাইতেছে। কত রকমের ফুল হাসিতেছে। কত রকমের পাখী গাহিতেছে। কোথাও পাৎলা জঙ্গল ; ছোট ছোট বঁাশ, তার অতি সরু সরু পাতা ; রিডোডেণ্ডনের লালফুলে লালে লাল হইয়াছে। কোথাও সুগভীর উপত্যকা, যেন অতলস্পর্শ বলিয়া বোধ হয়, তাহার ভিতর রাজতহারের ন্যায় একটি নদী। কোথায় বেগবতী স্রোতস্বতী ভীষণবেগে ছুটতেছে। কোথাও তুষারাবৃত শুভ্ৰশির উচ্চ শৃঙ্গ গগনভেদ করিয়া উঠিয়াছে। তাহাতে সুৰ্য্যোদয়ে, বা সুৰ্য্যাস্তে, বা চন্দ্রালোকে কি অপূর্ব সৌন্দর্যের খেলা ! এখানকার ( এই নীহারবাহুর পাশের) দৃশ্যও অতি সুন্দর। এ সৌন্দৰ্য্যে গাম্ভীৰ্য্য এবং মহত্ব মিশ্রিত । এখানকার সকলই মহৎ । শত বজ্ৰধ্বনির শব্দে সহস্ৰ সহস্ৰ ফুট উচ্চ হইতে ভীষণবেগে তুষারপাত হইতেছে। তুষারমণ্ডিত অত্যুচ্চ-শৃঙ্গসমূহ গগনভেদ করিয়া উৰ্দ্ধে উঠিয়াছে। সেখান হইতে বিশাল নীহারবাহু প্ৰকাণ্ড প্ৰকাণ্ড প্ৰস্তর খণ্ড বক্ষে করিয়া নামি তেছে”। অদূরে, কল্লোলিনী ভীষণবেগে, ভীষণ গৰ্জনে ছুটি ব