পাতা:বিবিধ প্রবন্ধ.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

LIstigis tilffy è YDD DDuuDSS SDSSDD DS GDBBukSDOD SBB BDJ বিদ্যালয়ের গ্ৰ' ভুয়েটের উমেদার। যেখানে যাও, দুঃখ কষ্ট দারিদ্র্যের দৃশ্য দেখিয়া হৃদয় বিদীর্ণ হইবে। দেশে দারিদ্র্য দিন দিন বাড়িতেছে বই কমিকেছে না, অনেকের এরূপ বিশ্বাস। ইচ্ছা আমূলক নহে। প্ৰতি বৎসর দেশ চাইতে নুনাধিক বিশ কোটি টাকা বিলাতে যাইক্ষেছে। এঈ প্রকারে কত টাকা চলিয়া গিয়াছে ! এক দিকে এইরূপ শোষণ চলিতেছে, অন্যদিকে দেশের ধনবৃদ্ধিয় বিশেষ লক্ষণ দেখিতে পাওয়া যায় না । বড় বড় কয়েক জন ব্যবসায়ী, জমিদার, উকীল ও মোটামাহিনীর চাকুরে ব্যতীত, সকলেই নির্ধন । ইহার দেশের অনেক উপকার করিতে পারেন, কেহ কেহ করিয়াও থাকেন। ইহার দেশের ধনবৃদ্ধিান্তেও কিছু সাহায্য করিয়া থাকেন। কিন্তু ইহাদের দ্বারা দেশের ধনবুদ্ধি হয় না, অথবা যদি হয় তা অতি অল্প পরিমাণে। ইহারা ধনী, গরিব কৃষক ও শিল্পকারের ধানে। দেশের ধনবৃদ্ধি সম্বন্ধে ইহাদিগকে “নিষ্কৰ্ম্মা’ বলা যাইতে পারে। এই সকল "নিস্কৰ্ম্ম৷” লোকের সংখ্যাই দিন দিন বাডিতেছে। ইহাদের মধ্যে অতি অল্প সংখ্যক লোকেরই অবস্থা ভাল, অধিকাংশেরই অবস্থা মন্দ, কোন রূপ প্রকারে সংসার চলে । কৃষি কদিগের অবস্থা সন্দ, শিল্পকারীদেয় অবস্থা মন্দ, যাহারা কৃষক ও শিল্পকারীদের উপাৰ্জিত ধনে জীবনধারণ করে, তাহাদের অধিকাংশেরই অবস্থা মন্দ । জীবন-সংগ্ৰাম দিন দিন ভীষণতার হইতেছে, আরও হইবে। এক্ষণে डे१:ब्र অবলম্বন করা সৰ্ব্বতোভাবে বিধের । কিন্তু উপায় কি ?