পাতা:বিবিধ প্রবন্ধ.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*मिकाहर्षाझ फेभङि । AA সকল কাৰ্য্যে বড় একটা অগ্রসর হই না । ফল এই দাঁড়াইতেতেছে-ইউরোপীয়চালিত শিল্প এবং খনিকাৰ্য্যের ন্যায় এ সকল কৃষিকৰ্ম্মের লাভ বিলাত চলিয়া যাইতেছে-যে লাভ এখানে থাকিলে দেশের ধনবৃদ্ধি হইত। আমাদের দারিদ্র্যের জন্য কেবল যে গবৰ্ণমেণ্ট দাৱী তাহা নহে। গবৰ্ণমেণ্টের উপর সমুদয় দোষ চাপাইয়া কেবল গবর্ণমেণ্ট দ্বারা যতটুকু দারিদ্র্যামোচন হইতে পারে, তাহার জন্য কিঞ্চিৎ চেষ্টা করিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়া থাকিলে আমাদের দারিদ্রা ঘুচিবে না। এই দারিদ্র্যের জন্য আমরা নিজেরাও অনেকটা দায়ী, সম্ভবত গবৰ্ণমেণ্ট অপেক্ষা অধিক পরিমাণে । আমরা নিজেরা যে যে উপায়ে আমাদের এবং দেশের অবস্থায় উন্নতি সাধন করিতে পারি। তাহা অবলম্বন করিতে চেষ্টাবান হওয়া সৰ্ব্বতোভাবে বিধেয় । কেবল কলম এবং বাক্য পরিচালনায়, কখনও কোনও দেশের উন্নতি হয়। न, न & cकtन& ctiद्म ऎङि ८: न । उद्धाऊ दिलाऊँी जडाऊ । ভারতবর্ষের দারিদ্র্য সর্ববাদি সম্মত ; এই দারিদ্র যে দিন uu DDDLLzS S DDDL S BDBOBDBDDS S tKSS S DDDDBB হইতে প্ৰতি বৎসর বিশ কোটি বা ততোধিক টাকা বিলাতে চলিয়া যায়, যাহার বিনিময়ে - আমরা কোন জিনিস পাই না-এই বাৎসরিক শোষণ আমাদের দারিদ্র্য বৃদ্ধির একটি প্ৰধান কারণ বলিয়া কেহ কেহ নিৰ্দেশ করিয়া থাকেন।