পাতা:বিবিধ প্রবন্ধ.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষার বিস্তার। Vo অন্যে যে মত অবলম্বন করে তাহার প্রতি কতকটা শ্রদ্ধা এপ্রিদর্শন মানুষোচিত কাৰ্য্য। ইংরাজি শিক্ষিত যুবকেরা গোমাংস ভক্ষণ করিয়া গরুর হাড় হিন্দুর সম্মুখে ফেলিতে লাগিলেন । দিন কত তাহদের অত্যাচারের বড়ই বাড়াবাড়ি হইয়া ছিল । পূৰ্ব্বে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে আমাদের কতকটা উন্নতি হইয়াছে বলা গিয়াছে। কিন্তু যতটা উন্নতির আশা করা যায় বা বাঞ্ছনীয়, তাহার সঙ্গে তুলনা করিলে অতি অল্পই হইয়াছে। তাহার একটি কারণ, গবৰ্ণমেণ্ট ভারতবাসিকে উচ্চ উচ্চ কাৰ্য্যে নিযুক্ত করেন না । অতএব, ভারত বাসির মনোবৃত্তির সম্যক প্ৰস্ফুটন হয় না । মুসলমান-সময়ে অনেক অত্যাচার ছিল ; কিন্তু উচ্চ উচ্চ পদ সম্বন্ধে তিন্দু মুসলমানে বিশেষ প্ৰভেদ ছিল না । সম্রাট প্রবার আকৃবারের সময়ে ভগবানাদাস, মানসিংহ, টোডরমল্ল, রায় রায় সিংহ, বীর বল্প প্ৰভৃতি অনেক উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন তাহা অনেকেই জানেন। সম্রাট ফিরোক সাহের সময় য়তনৰ্চাদের বিশেয প্ৰভুত্ত্ব ছিল। একজন মুসলমান ইতিহাস-লেখক বলিয়াছেন, যে হিন্দু রতনচাদের সম্মতিব্যতীত কোন মুসলমান কাজি হইতে পারিত না। রায় আলমচাঁদ এবং জগৎশেট সুজাখার দুই জন সচিব ছিলেন । জানকীরায় আলিবর্দি খাঁর মুখ্য সচিব ছিলেন। জগদেও গোল কণ্ডের রাজা ইব্রাহিম খাঁর প্রধান মন্ত্রী ছিলেন । দিল্লির সম্রাট মহম্মদ সার সময়ে সাম্রাজ্যের ভার চেমু নামক জনৈক হিন্দুর উপর ন্যস্ত হইয়াছিল ; হেমু একজন সামান্য দোকানদার হইতে এই উচ্চপদ প্ৰাপ্ত হয় । ইংরাজ ইতিহাস-লেখক ঘ