পাতা:বিবিধ প্রবন্ধ.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ্নেয়-গিরি। সক্ষম হইবে, সেইখান দিয়াই বহির্গত হইবে-কোন একটি নিৰ্দিষ্ট মুখ দ্বারাই যে ক্ৰমাগত নিৰ্গত হইবে, তাহা কোন ক্রমেই ঠিক নহে। গহবরই বলকোনোর প্রধান অঙ্গ। ঐ গহবর অত্যন্ত গভীর। উস্থা দ্বারা যে সকল ধাতব নিম্রব বা প্ৰস্তর খণ্ড নিৰ্গত হয়, তাহা গহবরের চতুষ্পাশ্বের্ণ জমাট বাধিয়া বা রাশীকৃত হইয়া সচরাচর গিরির আকার ধারণ - করিয়া থাকে বটে । কিন্তু ঐ গিরি যে গহবর দ্বারা নিস্ত্ৰবাদি উৎক্ষিপ্ত হয়, তাহার ন্যায় বলকোনোর অত্যাবশকীয় অঙ্গ নহে। উহা নিশ্ৰব বা প্রস্তর খণ্ড সমুহের উৎক্ষেপের ফলমাত্র। কেঁচোর বাসস্থান সম্বন্ধে তাহার পায়ুপরিত্যক্ত মুক্তিকা দ্বারা গঠিত বাল্মীকি যেরূপ, “বলাকেনো’ সম্বন্ধে “বলাকেনে?” গিরি অনেকটা সেইরূপ; গহবর ব্যতীত বল কেনো থাকিতে পারে না; কিন্তু বলকেনো” t DBDDD BDEK K DkY0 KLS DBDLDLJLE DBSDBS নেকে’ আগ্নেয়গিরি বলা সঙ্গত নহে, এবং ঐ গিরির শিখরদেশেই যে “বলাকেনো’র গহবর থাকে তাহা নহে। আগ্নেয়গিরির পরিবর্তে “আগ্নেয় গহবর’ শব্দটি ব্যবহার করিলে ভাল হয় । দ্বিতীয়তঃ-“ধূম’ ‘ভস্ম অগ্নিশিখা’ দ্বারা সকলেই এরূপ বুঝিয়া থাকে যে, “বলকেনো’র ভিতর কি যেন পুড়িতেছে, এবং সেই দাহ্যমান পদার্থ হইতে ‘ধূম’, ‘ভস্ম’, ‘অগ্নি-শিখা’ বাহির DDDBDDYS BDBD BBDBDSSDDBYBDBSt DBDY DBKD SBuD পদার্থ নাই। উহা হইতে যে ধূম নিৰ্গত হইতে দেখা যায়, তাহা বতুতঃ ‘ধূম' নহে-প্রধানতঃ কুয়াসার ন্যায় জলীয়বাষ্প মাত্র। মাহ 'ভস্ম বলিয়া বোধ হয়, তাহা সুক্ষ্ম পাথরের গুড়া । যাহা ‘অগ্নিশিখা’ বলিয়া আমাদের প্রতীতি হয়, তাহা আদৌ