পাতা:বিবিধ প্রবন্ধ.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গােলাভাষায় বিজ্ঞান-শিক্ষা । পদার্থপূর্ণ গহবর থাকিতে পারে। আবার, কেহ কেহ বলেন। যে, কঠিন অভ্যন্তরভাগ এবং কঠিন উপরিভাগের মধ্যে তরল বা অৰ্দ্ধতরল পদার্থের একটি পাতলা স্তর বিদ্যমান আছে। যে মত সৰ্ব্বব্যাদি যা প্ৰায় সৰ্ব্বব্যাদি সন্মত নহে, তদ্বিষয়ে বালকBD OBOBD DDDLD BB BDDS SDD DDS gKLD gKz একটি মত শিখান হইতেছে, যাহার পরিপোষক আজকাল অতি বিরল । পৃথিবীর অভ্যন্তরে তরল পদার্থের ‘অগ্নিময় মহাসাগর’ আছে, স্বীকার করিলেও উহার তরঙ্গ লাগিয়া ভূপৃষ্ঠের কম্পন, বিদারণ ও উদগমন হয় মনে করা কবির কল্পনা হইতে পারে, কিন্তু বৈজ্ঞানিক মত নহে। ভূগর্ভের তাপাতিশয্য প্ৰযুক্ত, তৎপ্রবিষ্ট জল বাষ্পাকারে পরিণত হয় । এই বাম্পের প্রসারণশক্তি কিরূপ তাহা কোৎলিতে জল ফুটাইলে কতকটা বুঝা স্বায়। কোৎলির জল ফুটিলে, তাহার কিয়দংশ বাষ্প হইয়া যায়, এবং ঐ বাষ্প স্বীর প্রসারণ শক্তি বলে কোৎলির ঢাকনিকে ঠেলিয়া বহির্গত হইতে চেষ্টা করে, ও ঢাকনি কঁাপিতে থাকে। ভূপৃষ্ঠের অধঃস্থিত জল বাষ্পাকারে পরিণত হইলে, ঐ বাষ্প ভূপৃষ্ঠ ভেদ করিয়া বহির্গত হইতে চেষ্টা করে। ইহাতে ভূপৃষ্ঠে আঘাত লাগে, এবং ভূমিকম্প উৎপন্ন হয়। ভূমিকম্পের এই একটি প্রধান কারণ অনুমান করা যায়-স্মরণ রাখা আবশ্যক যে, ইহা অনুমান মাত্র। জলীয় বাম্পেন্ন তেজে ভূপৃষ্ঠ কোথাও কোথাও বিদারিত হইতে পারে ; এবং এই-- রূপে যে সকল ফাটাফুটা জন্মে, তদ্বারা জলীয় বাম্পের সঙ্গে সঙ্গে তরল ধাতব-নিশ্ৰীব ও উৎক্ষিপ্ত হইতে পাৱে ।