পাতা:বিবিধ প্রবন্ধ.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਸਚ è

  • পুরুভূজ” শীর্ষক প্ৰবন্ধে (৩৭ পৃষ্ঠা ) পুরুভুজ, পলা, ও স্পঞ্জ “ এক শ্রেণীর অন্তভুত বলিয়া গণ্য ” করা হইয়াছে। কিন্তু বস্তুতঃ শাম্বুক এবং পালাতে যত প্রভেদ, পলা এবং স্পঞ্জে প্ৰায় তত প্ৰভেদ ! আবার স্পঞ্জ বাস্তবিক “জন্তু কি উদ্ভিজ তাহা অদ্যাপি নিরূপিত হয় নাই ** লেখা হইয়াছে। নিরূপিত বহুকাল হইয়াছে, অন্তৰঃ ৩০ । ৩৫ বৎসর পূৰ্ব্বে । স্পঞ্জ যে জন্তু তাহাতে সন্দেহ নাই ।
  • বৃক্ষ লতাদির উৎপত্তির নিয়ম” সম্বন্ধীয় প্ৰস্তাবে লেখা হইয়াছে (৪৩ পৃষ্ঠা):-” বীজ-কোষস্থ বীজ সমূহের অন্ধুরোৎপাদিকাশক্তি সম্পাদন বিষয়ে অনেক পুষ্পে এক প্ৰকার অতি মনোহর অদ্ভুত কৌশল দৃষ্ট হইয়া থাকে, তাহার স্থূল বৃত্তাত্ত পশ্চাৎ প্ৰকাশিত হইতেছে । যে পুষ্পের পরাগ-কেশর বড় আর গর্ভকেশর ছোট তাহা উৰ্দ্ধমুখ হইয়া থাকে, এবং যে পুষ্পের পরাগ কেশর ছোট গর্ভকেশর বড় তাহা ভূতলের দিকে অধোমুখ হইয়া থাকে। ইহাতে গৰ্ভকেশরোয় শিরোভাগ পরাগকেশরের শিরোভাগের অপেক্ষার নীচে থাকে, সুতরাং পরাগকেশরন্থ রেণু সমুদয় সহজেই গর্ভকেশয়ে পতিত হক্টরা বীজকোবস্থ বীজ সমুদারের উৎপাদিকা শক্তি সম্পাদন করে। এতাদৃশ সুচারু কৌশল না থাকিলে পুষ্প হইতে ফল উৎপন্ন হুইবার বিলক্ষণ ব্যতিক্ৰম ঘটিত ।”

কতকগুলি উৰ্দ্ধমুখ ফুলের পরাগকেশর বড় এবং গর্ভকেশর ছোট; এবং কতকগুলি অধোমুখ ফুলের পরাগকেশর ছোট এবং গর্ভকেশর বড়। ইহাদের কোন একটি ফুলের BDDBS gDB BB DBuu BBD gBDD DDDD DDD