পাতা:বিবিধ প্রবন্ধ.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Abr cits চাহিব না। তবু আমি তোমাদের পানে ". এত শুনি জ্যেষ্ঠ ভগ্নী বলিল সকলে,- “চাহিবে না লিঙ্গো। তবে আমাদের পানে ?” এত বলি আক্রমিতে অগ্রসীয় তারা । কুপিত হইল লিঙ্গো, আপাদ মস্তক ক্ৰোধে হইল পুরিত ; উতরিল লিঙ্গে দ্রুত দোলনা হইতে । সম্মুখে মুদগর ছিল পড়ি, লয়ে তাহা প্ৰহারিল সবে { প্ৰহারিত ভগ্নী সাত ঘষায় পলাইয়া । cलाल नाम शिनेि जिप्श1 शूनःनिश। शाश ; নিজ নিজ গৃহে ফিরি গেল ভগ্নী সাত। মধ্যাকু সময়ে আসে গোঁড় চারি তাই ; Cage fe Cse Cs vact, ময়ুর কেহ বা, ফুল আনিয়াছে কেহ ; আপন আপন বোঝা তায় নামাইরা, বলিল সকলে “চল, লিঙ্গোকে এখন ভেটিব আমরা, দিব উপহার ফুল।” দোলনার নিদ্রাঘায় দেখিয়া লিঙ্গোকে, অ্যাপন অ্যাপন অনুরো ফিরিাল সকলে ।

  • করিয়া নিদ্রার ভাণ আছিল গুইয়া

ভগ্নী সাতজন, যেন জড়সড় ভয়ে । জিজ্ঞাসিল সবে “কোন নিদ্ৰিত তোমরা ? কেননা দোলাও সবে লিঙ্গোর বোলন্দু!” উত্তৱিল তারা--"গুন, বলি তৰে শুন; }