পাতা:বিবিধ প্রবন্ধ.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোড়ীত । বলিল তাহার, “এক দেখিয়াছি জন্তু প্ৰকাণ্ড-শরীর, বহু মারিলাম তারে, পড়িল না। তবু, কিন্তু না যায় পলায়ে । 3Ffiwg erts cref CR Catal eqwrs bfel C3 ” উঠিয়া বসিল লিঙ্গো, ভাইদের পানে বলিল চাহিয়া--"আমি মারিব সে জন্তু।” লিঙ্গে সনে চারি গোড় অরণ্যে চলিল ; অন্বেষিল চারিদিকে, মিলিল না জন্তু ; সম্বোধি ত্যাদিগে তবে বলিলেন লিঙ্গো, ‘शिशitछ 5निशा शुशि, अडि नाश् िउम्र ।' বৃক্ষমূলে বসে লিঙ্গো বিশ্রাম, আশয়ে। বলিল তাহারা, “বাস, ভাই, হেথা ; আনি দিৰ জল তোমা,” চলি কিছু দুর, ছুড়িল চারিটি তীর আড়াল হইতে গোড় চারি। জন। তবে লিঙ্গে লক্ষ্য করি । সে আঘাতে বহিরিল লিঙ্গোর পরাণ ৷ ছিড়ি লয়ে চক্ষু-দ্বীয় শবদেহ হতে, সন্ধ্যাকালে গোড় চারি ফিরিল আবাসে। বলিল সম্বোধি পত্নী ভাবে এক জন, “জাল অগ্নি শ্ৰীক্স করে, জ্বালহু প্ৰদীপ । খেলিব আমরা সবে মিলি কুতুহলে।” হরিষে সকলে তৰে হাটু গাড়ি বলি, আরম্ভিল খেলিবারে চক্ষু দুটা লয়ে ।