পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३ বিবিধ প্রবন্ধ । মধ্যেই ঐ প্রকার একটা সময়ের বিবরণ শুনিতে পাওয়া বায় । "গ্ৰীক’ জাতীয়ের ইহাকেই সুবর্ণকাল কহিয়াছেন, এবং খৃষ্টীয় বাইবেল ও মহম্মদীয় কোরাণের মতে উহাই আদম এবং ইবের ‘ইডন উদ্যানে নিবাসের সময় । ফলতঃ সত্যকাল মানবজাতির শৈশবাবস্থা। যেমন কৌমার কালের কোন কথা স্পষ্টরূপে অথবা আনুপুৰ্ব্বিক মনে আইসে না, কেবল মধ্যে মধ্যে দুই একটা অতি প্রধান প্রধান ঘটনা স্বপ্লবৎ স্মৃতি-পথারূঢ় হয়, সেই রূপ ঐ সত্যযুগের ইতিবৃত্ত পর্যালোচনা করিতে গেলেও দুৰ্ব্বোধ অদ্ভূত ব্যাপার সম্মি ষ্ট দুই একটী বোধগম্য বিষয়ের উপলব্ধি হইয়া থাকে । তন্মধ্যে জলপ্লাবনবিবরণ সৰ্ব্বাপেক্ষা সমধিক প্রসিদ্ধ । কথিত আছে, কোন সময়ে দুবৃত্ত অস্তুর সকল পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া সনাতন ধৰ্ম্মের মূলোচ্ছেদনে প্রবৃত্ত হইয়াছিল, এবং মনুষ্যদিগের আচার ব্যবহার সমুদায় অত্যন্ত ফুষ্ট হওয়াতে ধরা সেই পাপভারে আক্রান্ত হইয়াছিলেন। অতএব জগৎকৰ্ত্ত ঐ ভারাবতরণের অভিপ্রায়ে পৃথিবীকে জলমগ্ন করিয়া তত্ৰত্য সমুদায় প্রাণীকে একোদ্যমে বিনাশ করিয়াছিলেন। এই বিষয়ে প্রধান প্রধান কতিপয় প্রাচীন জাতীয় লোকের যেরূপ বিশ্বাস, তাহ নিম্নে উদ্ধৃত করা যাইতেছে। আমাদিগের পুরাণে কথিত আছে, ভগবান মৎস্যাবতার হইয়। বৈবস্বত মনুকে একখানি সুবৃহৎ বহিন্ত্ৰে মিৰ্ম্মাণের আদেশ করেন । পরে উক্ত মহাত্মা সৰ্ব্বপ্রকার জীবের এক এক দম্পতী অমর সাত জন সুবিখ্যাত ঋষি সমভিব্যাহারে সেই বহিত্রে আরোহণ করিলে পৃথিবী প্ৰলয়জলে প্লাবিত হইলেন। প্রাচীন কাল্ডীয় জাতির ইতিহাসে বর্ণিত আছে যে, আদিম মনুষ্যের দশম পুরুষের সময় জলপ্লাবন হয় । সেই সময়ে যিমুথুস নামক কোন ধৰ্ম্মাত্মা তদেশে রাজ্য করিতেন। তিনি মীন মরাকার ‘ওয়ানে নাম কোন দেবতা কর্তৃক উপদিষ্ট হইয়া একখানি অতি বৃহৎ অর্ণবপোত প্রস্তুত করেন। পরে পৃথিবীর সর্বপ্রকার জীবের এক এক দম্পতী সমভিব্যাহারে সবান্ধবে ঐ পোতারূঢ় হইলে পৃথিবী প্লাবিত হয়েন। ‘মিসরীয়দিগের মধ্যেও জলপ্লাবনের কিঞ্চিৎ বিবরণ প্রাপ্ত হওয়া যায় । র্তাহাদিগের মতে ‘অসিরিসৃ’ নাম কোন ব্যক্তি রক্ষা পায়েন। ‘সাইরিয়া’ দেশবাসীর বহুকাল পর্য্যন্ত তাহাদিগের দেশে একটা গুহা দেখাইয়া কহিত “এই গুহা দিয়া জলপ্লাবনের জল পাতাল মধ্যে প্রবেশ