পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় ভাগ । ృరిగి সমধিক মাহাত্ম্য তাহ অনুধাবন করুন। তাহাদিগের শিক্ষা প্রকৃত শিক্ষা হয় নাই। অনেক বাকী আছে—সারভাগই বাকী আছে, ইহ ভাল করিয়া বুঝুন । শ্ৰীকৃষ্ণচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর উপদিষ্ট বৈষ্ণবধৰ্ম্ম মুসলমান অধিরাজদিগের একচ্ছত্র রাজ্যকালে সমুৎপন্ন এবং খ্ৰীষ্টধৰ্ম্মও রোমীয় সম্রাটদিগের সাম্রাজ্যসময়ে সমুৎপন্ন, এই জন্ত বৈষ্ণবধৰ্ম্ম খ্ৰীষ্টধৰ্ম্মের সম প্রকৃতিক, এবং খৃষ্টধৰ্ম্মের সমপ্রকৃতিক বলিয়া ঐ ধৰ্ম্ম নবীন ব্রাহ্মদিগের নিকট সমাদৃত এবং তৎকর্তৃক কিয়ং পরিমাণে অনুকৃত হইতেছে। কিন্তু আমাদিগের অবস্থা যেরূপ, আমাদিগের জাতীয় প্রকৃতি যেরূপ, তাহাতে যে ধৰ্ম্ম আমাদিগকে ইন্দ্রিয়নিগ্ৰহ, এবং রিপুদমন শিখাইয়া আমাদের ইচ্ছাবৃত্তিকে তেজস্বিনী করিয়া তুলিবে, যে ধৰ্ম্ম আমাদিগকে বাকবিতগু পরিহারপূৰ্ব্বক মৌনাবলম্বন অভ্যাস করাইবে, যে ধৰ্ম্ম আমাদিগকে পরপ্রত্যাশারূপ পিশাচীর হস্ত হইতে বিমুক্ত করিয়া স্বাবলম্বনের পরাকাষ্ঠীয় উন্নত করিবে, যে ধৰ্ম্ম আমাদিগকে গুহ অনুষ্ঠানে শুভময় ফল গ্রহণে লোলুপ করিবে, যে ধৰ্ম্ম আমাদিগের আলস্ত এবং জড়তার অপনয়ন করিয়া সাধনমাহাত্ম্য আমাদিগের চক্ষে জাজ্বল্যমান করিয়া দিবে, সেই ধৰ্ম্ম আমাদিগের প্রকৃত অভাব মোচন করিতে সমর্থ হইবে। কলিতে নিগমই বেদ, শিবের উক্তি এই। প্রস্তাব দীর্ঘ হইল, তথাপি শিবভগবতীর একটা কালোচিত স্তব পাঠ না করিয়া ক্ষান্ত হইতে পারি না। স্তবট আমি এখন নিজে গড়িলাম না, যেন কোথাও পূৰ্ব্বে দেখিয়াছি, স্মরণ হইতেছে। “হে দেশহিতেচ্ছ দেবি ! দুৰ্গতি বিনাশিনি ! দনুজদলনি ! তোমার সাধকেরা কি কঠোর তপস্যাই করিয়াছেন ঃ—ঐ দেখিতেছি একটী যুবা পুরুষ জলন্ত অনল মধ্যে আপন বাহু প্রসারিত করিয়া দিয়া তাহাই হোমীয় করিতেছেন ! ঐ একটী স্ত্রীলোক আপন দস্তুবিচ্ছিন্ন রুধিরাক্ত জিহবাগ্রকে দেবীর চরণতলে নিক্ষিপ্ত করিতেছেন! আবার ঐ একজন গম্ভীরদর্শন মধ্যবয়স্ক পুরুষ আপন প্রিয়তম পুত্রদিগকে দেবীর সমক্ষে বলিপ্রদান করিতেছেন । হে ধৰ্ম্ম সংস্কার ! হে দেবাদিদেব ! তোমার আরাধনাও সামান্ত কঠিন কাৰ্য্য নয় ! কোন ব্যক্তি তোমার আরাধনায় প্রবৃত্ত হইয়া সংসার মুখ কামনা পরিহার না করিয়াছেন ? তোমার কোন সেবক কলঙ্কাভিলিপ্ত সমাজ বহিষ্কৃত এবং রাজনিগ্রহে নিগৃহীত না হইয়াছেন ? ঐ দেখিতেছি একজন রাজবংশসস্তৃত মহানুভাব নিজ সদয় হৃদয় দর্শিত অহিংসা ধৰ্ম্ম সংস্থাপনাৰ্থ পৈত্রিক রাজ্য সম্পদ তুচ্ছ করিয়া দণ্ড কমণ্ডলু ধারণ করিয়াছেন। ঐ আর একটা - - չե: -