পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

为象 বিবিধ প্রবন্ধ । উচ্চারিত হইবে, র্তাহারা তাহা প্রায়ই বলিয়া দিতে পারেন । আর্য্যভাষা মাত্রেরই আর একটা প্রকৃতি এই যে, ইহাদিগের কোন শব্দের কিঞ্চিৎ অর্থান্তর করিতে হইলে তাহার পূৰ্ব্বে বা পরে অপর শব্দ সংযুক্ত হইয়৷ থাকে । সেই সকল সংযুক্ত শব্দ প্রধান শব্দের সহিত মিলিত হইয় তাহারই বিভক্তি, অথবা উপসর্গরূপে পরিণত হয় । ককেসীয় বর্ণের অন্তর্গত অপর কয়েকটা জাতি আছে । তাহাদিগের ভাষা পূৰ্ব্বোক্ত আর্য্যজাতীয় ভাষা নহে । ইহুদিগের ভাষার নাম ‘সেমেটিক । সাইরীয়, প্রাচীন আবিসিনীয়, আরব এবং ইহুদী বা হিব্রু ভাষা এই প্রকার । সেমেটিক ভাষার প্রায় সকল কথাই ধাতুমূলক হয়। কিন্তু সেই সকল ধাতুর উত্তর বিভক্তি হইয় রূপান্তর হয় না। অনেক স্থলেই ধাতুর অন্তর্গত স্বর বর্ণের রূপান্তর হইয়া অর্থাস্তর প্রতিপন্ন করে। সেমেটিক জাতীয় ভাষা সমস্তের সকল ধাতু প্রায়ই তিন মূল বর্ণের যোগে জন্মিয়া থাকে—একমাত্র, অসংযুক্ত বর্ণে কদাচ উৎপন্ন হয় না। এই ভাষা প্রথিত শেমের সন্তানদিগের মধ্যে প্রচলিত আছে বলিয়া ইহার নাম সেমেটিক হইয়াছে। আর এক প্রকার ভাষার নাম তুরাণী’ বা তাতার’। এই জাতীয় ' ভাষা-ভাষী লোকেরা যে কোন সময়ে ইউরোপ খণ্ডের অতি পশ্চিম অঞ্চল হুইতে ভারতবর্যের দক্ষিণ সীমা পৰ্য্যস্ত দেশে বাস করিত, এমত অনেক চিহ্ন পাওয়া যায় । আমাদিগের দক্ষিণ দেশে য়ে "তামিল ভামা অদ্যাপি প্রচলিত আছে, তাহ যে তুরাণী ভাষামূলক, ইহা বিলক্ষণ প্রতিপন্ন কর ঘাইতে পারে। যে সকল অসভ্য চুয়াড় লোক আমাদিগের দেশের স্থানে স্থানে বাস করিতেছে, তাহাদিগের ভাষাও তাতার জাতীয় ভাষার সদৃশ । তুরাণী ভাষায় বিশেষ কৌশল কিছুই দৃষ্ট হয় না। ইহার ক্রিয়াপদ সকলের প্রায়ই রূপান্তর হওয়ার ব্যবস্থা নাই । শব্দেরও রূপভেদ অধিক হয় না । চীনীয়দিগের আচার ব্যবহার যেমন অন্ত সৰ্ব্ব জাতির আচার ব্যবহার হইতে ভিন্ন, ইহাদিগের ভাষাও সেইরূপ—অন্ত কোন জাতীয় ভাষার সদুশ নহে। ইহাদিগের ভাষা এক-বর্ণাত্মক’, অর্থাৎ সেমেটিক ভাষার মূলশব্দ সকল যেমন অধিকাংশই ‘ত্রি-বর্ণাত্মক’, অর্থাৎ তিন বর্ণের যোগে জন্মে, চীনীয়দিগের মুল শব্দ সকল সেরূপ হয় না। উহার এক একট বর্ণমাত্র। অপরন্তু চীনীয়দিগের ভাষায় ক্রিয়া, গুণ এবং দ্রব্য বাচক এই তিন প্রকারের পৃথক পৃথক শব্দ নাই। তাহাদিগের সকল শব্দই দ্রব্যবাচক । ঐ সকল