* > e বিবিধ প্রবন্ধ । রত্নাবলীকার ‘পদ্মাবতী’ নামের উল্লেখ না করাতে, এবং প্রদ্যোতস্থত। বলিয়াই তাহার উল্লেখ করাতে র্তাহাকে ‘সরস্বতীর প্রতিরূপস্বরূপ বলিয়া নির্দেশ করাই যেন তাহার অভিপ্রায় বলিয়া বোধ হয় । যদি তেমন অভিপ্রায় হয়, তবে তৃতীয় রাজ্ঞী অবশ্যই লক্ষ্মীদেবীর প্রতিরূপস্বরূপ হইবেন । রত্নাবলীই সেই তৃতীয় রাজ্ঞী। লক্ষ্মীদেবী সমস্ত রত্নরাজির অধিষ্ঠাত্রী—ইনিও রত্নাবলী । লক্ষ্মীদেবীর ধ্যানে উল্লেখ আছে, “মুক্তাহারবিরাজমানপূখুলো সস্তনোদ্ভাষিণী”—পৃথুল উত্তঙ্গস্তনদ্বয় মুক্তাহারদ্বারা উদ্ভাষিত, রত্নাবলীরও একটা অপূৰ্ব্ব রত্নমালা ছিল। লক্ষ্মীদেবীর নামান্তর সাগরসম্ভব—ইহঁারও একটা নাম সাগরিক, লক্ষ্মীদেবী বরুণ দেবের কন্যা যথা,— “তদা লক্ষ্মীশ্চ কলয় পুরা নারায়ণাঞ্জয়া । বভূব সিন্ধুকন্যা সা শক্রসম্পৎস্বরূপিণী" ॥ পূৰ্ব্বকালে নারায়ণের আজ্ঞায় ইন্দ্রের সম্পৎস্বরূপ লক্ষ্মীদেবী নিজাংশে সিন্ধুকথা হইয়া জন্মিয়াছিলেন। বরুণদেবের একটী নাম ‘মহাবাহু’ যথা— বরুণোধবলোজিষ্ণুঃ পুরুষে নিম্নগাধিপঃ। পাশহস্তে মহাৰাহু স্তস্মৈনিত্যং নমোনমঃ ॥ রত্নাবলীরও পিতার নাম বিক্রমবাহু’ । যখন এতগুলি মিল পাওয়৷ যায়—তখন নাটিকার মধ্যে সাগরিকার সম্বন্ধে “ শ্রীরেষ|” ইনি লক্ষ্মী” বলিয় রাজার যে উক্তি আছে সে উক্তিটা যেমন সৌন্দর্য্যপ্রশংসাপর তেমনি স্বরূপাখ্যান বলিয়াও ধরা যাইতে পারে। বিশেষতঃ সেই শ্লোকেই আছে, “পাণিরপ্যস্যাঃ পারিজাতস্য পল্লবঃ” ইহার হস্তও পারিজাতের পল্লব—লক্ষ্মীদেবীর ধ্যানেও দৃষ্ট হয়, “কাজিতপারিজাত লতিকাং” ইনি কাঙ্কিত পারিজাতলতিকা। আর একটা শ্লোকে যে, ‘লীলাবধূতপদ্মা’ ক্রীড়ায় পদ্ম বিকম্পিত করিয়া, এই শ্লিষ্ট পট্টী আছে তাহার অভ্যস্তরে দেবী লক্ষ্মীর হস্তস্থিত ‘লীলাকমলের উল্লেখ থাকিতে পারে, কারণ SBBBBBSS BBBBB KS gBBB BBB BBB BBS BBB BBS
পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১১৮
অবয়ব