পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃচ্ছকটিক i. ১১৭ ৷ কৌতুহল উদ্দীপনপূৰ্ব্বক একটা গীতির সহিত প্রস্তাৰনার দ্বিতীয়াৰ্দ্ধ প্রবৰ্ত্তিত कॅब्रिग्रां८छ्न । **ानौं यह শূন্তমপুত্ৰগ্য গৃহং, , চিরশূন্তং নাস্তি যস্য সন্মিত্রং। মূৰ্খস্য দিশঃ শূন্তাঃ, সৰ্ব্বং শূন্তং দরিদ্রস ॥ অপুত্রের গৃহ শূন্ত, সন্মিত্র বিহীনের চিরশূন্ত, মূর্থের দিক্‌ শূন্ত ; দরিদ্রের সকলই শূন্য। নান্দীতে “শূন্তেক্ষণ” শব্দের প্রয়োগে যে বীজ নিহিত হইয়াছে, উল্লিখিত গানটীতে তাহার অস্কুরোদগম আরম্ভ হইল। “সৰ্ব্বং শূন্তং দরিদ্রস্য” এই কথাই মাটকের সকল কথার ধুয়া হইয়া রহিল, এবং মায়কের সর্বশূন্তত কি প্রকার বিশিষ্টরূপ তাহারও পরিচায়ক হইল । মাটকের নায়ক যে চারুদত্ত, তাহার “নিজ রূপ গুণের অনুরূপ” রোহসেন নামক পুত্র অাছে, তাহার “সৰ্ব্বকাল মিত্র” মৈত্রেয় নামক একজন সুহৃদও আছেন, এবং তাহার গৃহ মধ্যে “পুস্তক সকুল” থাকায় এবং অন্তান্ত প্রকারেও র্তাহার বিদ্যাবত্ত স্থচিত হইয়া আছে—তাহার নাই কেবল ধন, এবং ধন না থাকায় ঐ সকল থাকিতেও তাহার ‘সকল শূন্ত’, —“সৰ্ব্বশূন্তং দরিদ্রস্তা”। সমাজ চিত্রণে যে দারিদ্র্যাবস্থার চিত্রণ অত্যাবগুক, তাহার সন্দেহ নাই । কারণ সকল সমাজেই দারিদ্র্যের অতি বিপুলত দৃষ্ট হইয়া থাকে। এবং কোন রস্তুর বৃহত্তম ভাগের অনুরূপ চিত্র না হইলে, সে চিত্র সে বস্তুরই হইতে পারে না। - & - কিন্তু দারিদ্র্যাবস্থা যদিও দয়াৰুত্তির উত্তেজিকা হয় বটে, তথাপি সকল স্থলে কবিসময়োচিত হইয় উঠে না। যে দারিদ্র্য দশ পুরুষপরম্পরাক্রমে ভোগ হইয়া আইসে, যে দারিদ্র্যের প্রভাবে ধৰ্ম্মজ্ঞানের হিতাহুিত বোধের স্করণ হইতে পায় না, যে দারিদ্র্যযন্ত্রণ নিরস্তর সহ