পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃচ্ছকটিক । ు స్చీసి ধিক্কষ্টং প্রমাণস্বত্রং মে বিশ্বতং বিচিন্ত্য—অtং ইদং যজ্ঞোপবীতং প্রমাণস্বত্রং ভবিষ্যতিঃ যজ্ঞোপবীতং হি নাম ব্রাহ্মণস্য মহদুপকরণদব্যং; বিশেষতো মদ্বিধস্য। * কি দুঃখ পরিমাণস্বত্র ভুলিয়া আসিয়াছি। চিন্তা করিয়া-ই এই যজ্ঞোপবীতই প্রমাণস্বত্র হউক ; পৈতাট ব্রাহ্মণদিগের, বিশেষতঃ আমার সদৃশ ব্রাহ্মণদিগের বড়ই উপকরণ দ্রব্য। অতএব পৈতা দিয়াই শৰ্ব্বিলক সিঁদ মোয়ান মাপিয়া লইলেন। ( や) মৃচ্ছকটিকের মুখপাত্র চারুদত্ত হিন্দু আৰ্য্য। তাহার ইচ্ছাবৃত্তি শাস্ত্র শাসনের অধীনা। মৃচ্ছকটিকের গোণপাত্ৰ শৰ্ব্বিলক ইউরোপীয় ছাচের লোক। তিনি সক্ষম, পণ্ডিত এবং তীক্ষুধী। কিন্তু তাহার ইচ্ছাবৃত্তি অতীব বলবতী—ধৰ্ম্ম-শাসনের ততটা বশীভূত নহে। এক কথায় চারুদত্ত সাত্বিক, শৰ্ব্বিলক, রাজস পুরুষ। স্বৈর-স্বভাব ইউরোপীয়ের চক্ষোসত্বগুণের আদর অল্প, রজোগুণের সমাদর অধিক। এক জন ইউরোপীয় লব্ধপ্রতিষ্ঠ গ্রন্থকারের মতে মহাভারতের নায়ক যুধিষ্ঠির নহেন। উহার নায়ক অর্জুন । সেইরূপ ইউরোপীয় আলঙ্কারিকের চক্ষে মৃচ্ছকটিকের নায়ক চারুদত্ত না হইয়া শৰ্ব্বিলক হইলেই ভাল হইত। আজি কালি ইউরোপীয় শিক্ষা, ইউরোপীয় ভক্তি এবং ইউরোপীয় অনুকরণের দিন পড়িয়াছে। অতএব বোধ হয়, ইংরাজীতে কৃতবিদ্য এতদেশীয় নব্যেরাও যদি মৃচ্ছকটিক পাঠ করেন, তবে তাহাদিগেরও মনে চারুদত্ত অপেক্ষা শৰ্ব্বিলককেই ভাল লাগিবে। ইউরোপীয় শিক্ষার প্রভাবে এতদেশীয় জনগণের হৃদয়ে যে চিত্তাদশের প্রভেদ জন্মিয়া যাইতেছে, তাহার প্রতি লক্ষ্য করিয়াই এই কথার উল্লেখ করা গেল। এই কথাটা স্মরণ করিয়া রাখিলেই এখনকার নাটক মাটিকা, আখ্যায়িকাদি গ্রন্থে যে কি জন্ত সত্ত্বগুণপ্রধান পাত্রদিগের অপেক্ষা >*