বিষয়বস্তুতে চলুন

পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ প্রবন্ধ । እ ዓል शिश्नउबष्ट्र সীতা,যেন পুনর্জন্ম লাভ করেন। পূৰ্ব্ব ভাগেও এই কথা; এবং সমুদায় তৃতীয়াঙ্কেও এই কথা। অতএব তৃতীয়ান্ধের ঐ পুৰ্ব্ব ভাগকে সংক্ষিপ্তম্ব বা উপাঙ্ক কহ যাইতে পারে। - • উপাঙ্কের প্রথমে, পোষিত করিশাবকের প্রতি রামসীতার পুত্রভাবের অক্ষুর আছে। পাঠক দেখিবেন, উবভূতি ঐ অফুরট মাত্র লইয়া কি অপূৰ্ব্ব কবিত্ত্বকুসুমশোভিত বনভূমি প্রস্তুত করিয়াছেন—তাহাতে প্রণয়িযুগলের স্ফটিকস্বচ্ছহুদয় পরিদৃষ্ট, এবং দুইটা হৃদয়তন্ত্রীর এক মুরে লয়সংযোগ আকৰ্ণিত হইতেছে। পঞ্চবটী মূৰ্ত্তিমতী হইয়া বাসস্তীরূপে সমাগত হইলে রাম তাহাকে সীতার পূর্বসখী বলিয়াই চিনিলেন । পঞ্চবটা রামের চক্ষে সীতাময়ী হইয়া প্রতিভাত হইতে লাগিল। বনদেবীর কথাস্থসারে রাম জটায়ু শিখরীর দক্ষিণে সীতাতীর্থদ্বারা গোদাবরীতে অবতীর্ণ হইয়া সীতার পুত্ৰীকৃত করিশাবককে রক্ষার নিমিত্ত গমন করিলেন। গোদাবরীসমীপে উপস্থিত হইয়া দেখিলেন যে, সেই করিশাবক শক্রবিজয় করিয়া করিণীর সহিত ক্রীড়া করিতেছে। কবি তখন সীতার মুখে এই উক্তি প্রকাশ করিলেন— - “অন্মছে এরিসে এসে সে সংবুজো” আহা সেট এখন এমন হইয়াছে ! কবি রামকে দিয়াও বলাইলেন— দেবি । দিষ্ট্য বৰ্দ্ধসে যেনোদুগচ্ছদবিসকিসলয়স্নিগ্ধদন্তাম্বুরেণ ব্যাক্কষ্টস্তে স্বতন্তু লবলীপল্লব কর্ণপুরাৎ। সোহয়ং পুত্রস্তব মদমুচাং বারণানাং বিজেতা যৎকল্যাণংবয়সি তরুণে ভাজনংতস্যজাতঃ ॥ দেবি ! তোমার বড় সৌভাগ্য । অচিরজাত মৃণাল ও পল্লববৎ কোমল দত্তপ্ররোহে শোভমান যে করি