পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৬ : বিবিধ প্রবন্ধ । , অতএব এক পক্ষে সীতাকে রামের বিলাপ ও মৰ্ম্মান্তিক যাতনা দেখাইবার প্রয়োজন, আবার পক্ষাস্তরে যদি সীতা তাহা দেখিতে পারেন, তবে তাহার প্রকৃতিই পরিবর্তিত হইয়া যায়—এই বৈষম্য বিবেচনা করিয়া কবি ছায়ামীর কল্পনা করিয়াছিলেন। রামের হৃদয়বাসিনী সীতার সমক্ষে রাম কান্দিলেন। যথোচিত হইল—এলোকে তুষ্ট হইল। সীত৷ সপ্তমাঙ্কে বলিয়াছেন— wo জাণাদি অজ্জউত্তে সীতাকুক খং পমজ্জিভূং। সীতার দুঃখ কেমন করিয়া মোচন করিতে হয়, তাহা আৰ্য্যপুত্র জানেন । - আমরা বলি, ভবভূতিই জানিতেন, তিনি কিরূপ করিয়া বর্ণন করিলে রামের প্রতি লোকের মন্ত্র্য, বিগত হইবে, এবং যে সীতা সেই সীত। থাকিয়াই রামের সহিত পুনৰ্ব্বার মিলিত হইতে পারিবেন। (b. ) তৃতীয়াঙ্কের উপাদান যে রামের বিরহমোহ, এবং ঐ অঙ্কের প্রণয়ন ব্যতিরেকে যে রাম সীতার পুনর্মিলন লোকের হৃদয়গ্রাহী হইতে পারে না, তাহ প্রতিপাদন করা গিয়াছে। এক্ষণে রামকৃত অনুতাপের আমুষঙ্গিক ফলস্বরূপ যে স্বপ্রণালীতে ঐ পুনর্মিলনের পথ পরিষ্কৃত হইয়াছে, তাহা দেখান যাইতেছে। রম স্বকৃত ছফাৰ্য্য নিবন্ধন অনুতাপে দগ্ধ হইয়। বলিলেন, কষ্টং ভোঃ কষ্টম ! দলতি হৃদয়ং গাঢ়োদ্বেগং দ্বিধা তু ন ভিদ্যতে বহতি বিকলঃ কায়ে মোহং ন মুঞ্চতি চেতনাম্। জ্বলয়তি তনুমন্তৰ্দ্দাহঃ করোতি ন ভস্মসাৎ প্রহরতি বিধিৰ্মৰ্ম্মচ্ছেদী ন কৃন্ততি জীবিতম্