পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ প্রবন্ধ। QS) থাকে না—উহার তেজে হৃদয় কেবল দ্রবমূত্র হয় না, রাস্পবং হইয়া উধিয়া যায়। রামের ক্রোধুশান্তির নিমিত্ত কাতরবদনে বদ্ধাঞ্জলি হইয়া সীতা ঐ লহাগুহে একবার তাহার সমক্ষে দাড়াইয়াছিলেন, রাম যেন আবার তাহ দেখিতে পাইলেন। তাহার যে সহিষ্ণুতা ছিল, বলিতেছিলেন, আর তাহা রহিল না। সীতার সেই কাতরমুখ, সেই অঞ্জলিবদ্ধ হাত দুখানি, বনভূমির সর্বত্র দেখিতে পাইতে লাগিলেন। এরূপ হৃদয়মৰ্ম্মগুঢ়শল্যঘট্টনে” তিনি বলিয়া ফেলিলেন— . চণ্ডি জানকি! ইহস্ততোদৃশ্য স ইব নচাযুকম্পসে ? হা হা দেবি টুতি হৃদয়ংগ্ৰংসতে দেহবন্ধঃ শূন্তং মন্তে জগদবিরতজালমন্তজ লামি। সীদন্নন্ধে তমসি বিধুরো মজ্জতীবান্তরাত্মা বিষঙমোহঃ স্থগয়তি কথং মন্দভাগ্যঃ করোমি। : ইতি মূছতি। অয়ি কোপনে জানকি! যেন তুমি ইতস্ততঃ দৃষ্ট হইতেছ, কৈ দয়া করিতেছ না ? হায় হায়! দেবি ! হৃদয় বিদীর্ণ হইতেছে, দেহের বন্ধন গ্রন্থি সকল শিথিল হইতেছে, আমি জগৎ শূন্ত দেখিতেছি ; অবিরত জালায় আমার অন্তর জ্বলিতেছে ; কাতর অন্তরাত্মা অবসন্ন হইয়া যেন অন্ধকারে মগ্ন হইতেছে ; মোহ আমার চারিদিক আবরণ করিতেছে। হতভাগ্য আমি এখন কি করি ? এই বলিয়া মূচ্ছিত হইলেন।