পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(? 8 বিবিধ প্রবন্ধ । ( S) ভবভূতি কেমন নিখুঁত করিয়া রাম সীতার পুনর্মিলনের পথ পরিষ্কার । করিয়া দিয়াছেন, এক্ষণে তাহাই দেখা যাইবে । তিনি অনুতাপাগ্নিদগ্ধ রামের প্রতি সীতার সহানুভূতির সঞ্চার, রামের দুঃখে সীতার হৃদয়ে আত্মগ্লানির উদ্বোধ, এবং তৎসহ সহানুভূতির বৃদ্ধি; পরে রামের সহিষ্ণুতার সম্যক্ পরিহার এবং তাহার মোহ—ক্রমান্বয়ে এই ভাবগুলি বর্ণন করিয়া এক্ষণে সীতার মনে রাম সহ পুনর্মিলনাভিলাষের আতিশয্য যেরূপে হইতে পারে, পুঙ্খানুপুঙ্খরূপে ক্রমশঃ তাহাই দেখাইতে -প্রবৃত্ত হইলেন। , r রাম মূচ্ছিত হইলে ছায়াময়ীও স্বতরাং মূচ্ছিন্স হইলেন। রামহৃদয়ে সীতার প্রথম উদ্বোধনস্বরূপ বনদেবী উচ্চৈঃস্বরে ডাকিলেন,— হা প্রিয়সখি সীতে ! কাহলি ? সম্ভাবয়াত্মনো জীবিতেশ্বরম্। হা প্রিয়সখি সীতে ! কোথায় আছ ? আপনার জীবিতেশ্বরকে বাচ্যুও। ছায়াময়ী ব্যস্ত সমস্ত হইয়া রামের হৃদয় এবং ললাটে স্পর্শ করিলেন। রাম বলিলেন,— আলিম্পন্নমূতময়ৈরিব প্রলেপৈ রন্তর্ব বহিরপি বা শরীরধাতুন। ংস্পর্শ; পুনরপি জীবয়ন্নকৰ্ম্মাদানন্দাদপরবিধং তনোতি মোহং ॥ অমৃতময় প্রলেপদ্বারা সৰ্ব্বশরীরকে যেন ভিতর বাহিরে লিপ্ত করত, স্পর্শ আমাকে পুনরায় জীবিত করিয়া আনন্দোৎপাদনৰ্দ্ধারা অকস্মাৎ অন্তবিধ মোহ বিস্তার করিতেছে। সখি বাসস্তি! দিষ্টা বৰ্দ্ধসে । সখি বাসস্তি! বড় সৌভাগ্য ! বাসন্তী জিজ্ঞাসা করিলেন— দেব ! কথমিব ? দেব ! কিরূপ ?