বিষয়বস্তুতে চলুন

পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१७ ।। নিবিধ প্রবন্ধ । পূৰ্ব্বে আমার জন্য তোমা হইতে মকরধ্বজ বিমৰ্দ্দিভ হইয়াছিল, এক্ষণে সেই আমার সম্মুখে বহুমাৰ্গগাকে বহন করিতেছ! হে নিলজ্জ ! এই কাৰ্য্য কি উচিত ? অতএব সেই কুটিলভাবাকেই অনুনয় কর, আমাকে ছাড়িয়া দাও, এই কথা রোষ পূৰ্ব্বক পৰ্ব্বতচুহিতা ও লক্ষ্মী যাহাকে বলিয়াছিলেন, তিনি তোমাদিগকে পালন করুন, । - তৃতীয়াঙ্কে, সাগরিক উদ্বন্ধনে প্রাণত্যাগ করিতেছিলেন, রাজার নয়নগোচর হওয়ায় তিনি র্তাহার গলদেশ হইতে লতাপাশ বিমোচন করিয়া সাগরিকার বাহুপাশ আপন গলদেশে নিক্ষেপ পূৰ্ব্বক “ছে জীবিতেশ্বরি আমার কণ্ঠে বাছপাশ অর্পণ কর” এই বলিয়া সাদরে আলিঙ্গন করিতেছেন, এমত সময়ে মহিষী বাসবদত্ত আসিয়া এ কৰ্ম্ম কি তোমার উপযুক্ত ? এই বলিয়া রাজাকে তিরস্কার করিয়াছিলেন। চতুর্থ শ্লোক— ক্রোধেদ্ধৈদৃষ্টিপাতৈন্ত্রিভিরুপশমিত বহ্নয়োহমী ত্রয়োপি, ত্ৰাসাৰ্ত্ত ঋত্বিজোহধশ্চপলগণহৃতোষ্ণীষপট্রাঃ পতন্তি। দক্ষ:স্তেীত্যস্যপত্নী বিলপতি কৃপণং বিদ্রুতং ক্ষৌণিদেবৈঃ শংসন্নিতাটহাসে মখমথনবিধোঁ পাতু দেব্যৈ শিবো বঃ ॥ দক্ষযজ্ঞ ধ্বংসকালে শিবামুচরদিগের ক্রোধোজলিত নয়নানলদ্বারা যজ্ঞের ত্ৰিবিধ অগ্নি নিৰ্ব্বাপিত এবং প্রমথগণকর্তৃক হৃতোষ্ণৗষ ঋত্বিকগণ ভয়ে ভীত হইয়া ভূমিতলে পতিত হইয়াছিল। দক্ষ স্তব ও প্রস্থতি করুণ, স্বরে বিলাপ করিয়াছিলেন। যজ্ঞে আহুত ব্রাহ্মণগণ পলায়ন করিয়াছিলেন। দেবীকে এই সকল বৃত্তান্তু বলিবার সময় অট্টহাসযুক্ত শিব তোমাদিগকে রক্ষা কৰুণ । চতুর্থ অঙ্কে, ঐন্দ্রজালিকের ক্রীড়ায় রাজবাটী মধ্যে অগ্নির সমুখান এবং তাহাতে রাজবাটীর প্রতীয়মান দাহরূপ ধ্বংসঘটনা ও বিলাপাদি দক্ষযজ্ঞ বিধ্বংসের অমুরূপ।