পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ প্রবন্ধ। ੋਂ রত । ( > ) প্রাচীন সংস্কৃত গ্রন্থের সমালোচনা এক্ষণে প্রায় হয় না। অনেক দিন হইল, বঙ্গদর্শন সম্পাদক মহাকবি ভবভূতি প্রণীত উত্তরচরিতের এক উৎকৃষ্ট সমালোচনা প্রকাশ করিয়াছিলেন, জন্য জামরা তাহাই অবলম্বস্বরূপ করিয়া উত্তরচরিত বিষয়ে আমাদের কিঞ্চিৎ অভিমতি প্রকাশ করিব। - - শ্ৰীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বিষমপদব্যাখ্যাসমেত উত্তরচরিতের এক সংস্করণ করেন। তিনি ঐ পুস্তকের বিজ্ঞাপনে লিখিয়াছেন, “ভবভূতি ভারতবর্ষের এক অতি প্রধান কবি। কবিত্ব শক্তি অনুসারে গণনা করিতে হইলে কালিদাস, মাঘ, ভারবি, প্রহর্ষ ও বাণভট্টের পর তদীয় মামনির্দেশ বোধ হয় অসঙ্গত নহে।” কিন্তু বিদ্যাসাগর মহা- . শয়ই তাহার সংস্কৃত সাহিত্যবিষয়ক প্রস্তাব নামক পুস্তকের এক স্থলে (৩য় সংস্করণ ৬৪ পৃষ্ঠায়) লিখিয়াছিলেন, “কবিত্বশক্তি অনুসারে গণনা করিতে হইলে কালিদাসের অব্যবহিত পরেই ভবভূতির নামনির্দেশ হওয়া উচিত।” বিদ্যাসাগর মহাশয়ের দুই সময়ের এই দুই প্রকার অভিমতি দেখিয়া আমরা বুৰিলাম যে,— প্রায়ে ভৰো ভিন্নরূচিৰ্ছি লোকঃ। উত্তর চাৰুত বৃহৎ পুস্তক, তাছার জাদ্যোপান্ত সমালোচনা করিলে