পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ প্রবন্ধ । سراسر “বাসবদত্তার করপল্লব অশোক বৃক্ষের গাত্রে লাগিয়াছে—যেন অশোক হইতেই উঠিয়াছে। এতক্ষণে সাত্ত্বিকভাব দেখা দিয়াছে, এবং সেই ভাব চতুর্থ শ্লোকে ব্যক্ত হইয়াছে। t “अन्त्र অঙ্গহীন বলিয়া তোমার পানিস্পর্শ সুখ পাইতেছেন না-– উদয়ন তাহ পাইরা থাকেন, বুঝি এ কথাটাও মনে উঠিয়া থাকিবে— এই বারে রাজার প্রেমোচ্ছাস হইল । অতএব প্রেম যে ছিল না, তাহা নহে। কিন্তু উহা তেমন সতেজ নয়—উস্কাইতে উস্কাইতে দেখা দেয় আবার শীঘ্রই মিড় মিড়ে হইয় পড়ে। শীঘ্র মিড় মিড়ে হইয়া পড়ে এই জন্ত বলিলাম যে, উদয়ন যখন রাত্রি সমাগম হইয়াছে দেখিয়া বলিলেন– ' - উদয়গিরি তটান্তরিত মিয়ং প্রাচী স্থচয়তি দিঙ নিশানাথং। পরিপাঙুন মুখেন প্রিয়মিবহৃদয়স্থিতং রমণী ॥ এই পুৰ্ব্বদিক পরিপাণ্ডুমুখে উদয়গিরির তটাস্তরিত নিশানাথকে রমণীর দ্বদয়-গুঢ় দয়িতের ন্তায় স্বচনা করিতেছে— তখন ঐ কথাটা যে বাসবদত্তার মুখপানে চাহিয়া বলিয়াছিলেন এরূপ ত ৰোধ হয় না। পরিণীত ভাৰ্য্যা বাসবদত্তার মুখ স্বামীকে সম্মুখে পাইয়া হৃদয়স্থিত প্রিয়তম স্মরণ করিয়া পরিপাণ্ডু’ হইতে পারে মা। উহা প্রদীপ্ত এবং প্রোজ্জল হইয়া উঠিবে । হৃদয়স্থিত যে প্রিয়ার ংস্মরণুে রমণীর মুখমণ্ডল পরিপাণ্ডু বর্ণধারণ করে সে প্রিয় বস্তুতে রমণীর তখন অধিকার হয় নাই। পরিপাণ্ডু বর্ণ অনুভূত বিরহেরই লক্ষণ। বস্তুতঃ উদয়ন যদিও বাসবদত্তার প্রতি প্রেমিক বটেন তথাপি র্তাহার মনে যে অন্য প্রকার প্রেমেরও একটা ছবি নিছিত ছিল, কবি এই স্বন্দর শ্লোকটী দ্বারা নায়কের সেই ভাব প্রদর্শন করিলেন। উদয়ন যেন মনে মনে ইচ্ছা করেন যে কোন রমণী তাছাকে মনের ভিতরে রাখিয়া পরিপাণ্ডু-মুখী হয়। অঙ্কের • শেষ কবিতাটুতে কবি যেন পাঠকের চক্ষুতে অঙ্গুলি দিয়াই দেখাইয়াছেন যে বাসবদত্তার প্রক্তি