পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবযান । කු'එ আত্মারা তত বিপদগ্রস্ত হন না ওতে— যদিও পালিয়ে যান সকলেই ; ও একটা অন্ধশক্তি— ওকে বিশ্বাস নেই। কোথায় ঘুরিয়ে নিয়ে গিয়ে ফেলে পুনর্জন্ম ঘটাবে পৃথিবীতে। অনেকেই পৃথিবীতে জন্ম নিতে চায় না, সকলেই ওটাকে ভয় করে । 彎 —তুমি আমাকে কোনোদিন এই ৰ্যাপারটার কথা বলে নি তো ? --ভূমিকম্পের কথা পৃথিবীতে সবাইকে সবাই বলে বেড়ায় 1 হয়তো জীবনেই ঘটলো না, নয় তো এসে সব ওলটপালট করে দিয়ে গেল—এও তেমনি । পৃথিবীর বাসনা কামনা আসক্তি যখন মনের মধ্যে বেশি হয় বা যখন তৃতীয় স্তরের নীচেকার আত্মিক লোকে থাকে-তখনই ওই আবর্ত বড় বিপজ্জনক । সেইজন্যেই তোমায় বার বার বারণ করতাম। একা আর তোমাকে বেরুতে দেবো নী— —তুমি জানতে পারলে কখন ? – তখুনি । আমি তখন জপে বসেচি– লজ্জায় পুপ নিজেকে হঠাৎ সামলে নিলে, সে জপধ্যান করে লুকিয়ে, যতীনদার সামনে সে মস্ত বড় কোনো যোগিনী সাজতে চায় না । --হ্যা, হ্যা—তারপর ? --তারপর তখুনি বুঝলুম, তুমি মাতৃগর্তে ঢুকে গিয়েচ। সঙ্গে সঙ্গে তোমার তো সব বিস্মৃতি এসে গেল, আমি মরি ছুটোছুটি করে । ছুটি করুণাদেবীর কাছে, আমার গুরুদেবের কাছে ছুটি করুণাদেবী বল্লেন, মার মনে দুঃখ দিয়ে তোমাকে বাচাতে পারবেন না— যতীন হেসে বল্পে পৃথিবীতে মরে গেলুম, আজ তোমাদের এখানকার ভাষায় বেঁচে গেলুম, এ বেশ মজার কথা বলচে কিন্তু পুপ । আরও দুবার এর আগে এমনি বলেচ বেঁচে গেলে যতীনদী’—আরে, মরেই তো গিয়েচি আজ সকালে পৃথিবীতে ? পুষ্প হেসে বল্লে—তারপর শোনো। করুণাদেবী মাকে কাদাতে পারবেন না—গুরুদেব বল্পেন—তোমাকে মাতৃগর্ভে দশমাস দশদিন থাকতে হবে—তারপর ভূমিষ্ঠ হতে হবে, তবে তিনি চেষ্টা করবেন— 受 -—কি চেষ্টা করবেন—শিশুহত্যার ? — তোমার অজ্ঞান অন্ধকার কাটেনি দেখচি এখনও— —ন, আমার মনে খট্কা লেগেচে । পুপ, আমায়—তোমাদের ভাষায়—’বাচিয়ে খুব ভাল করেচ, কিন্তু ওই মেয়েটির কান্না—আমার মায়ের ওই কান্না— যতীনের চোখে জল এসে পড়লো । পুষ্প হেসে বল্লে—চলো.গুরুদেবের কাছে নিয়ে যাই। এতদিন তোমায় বলিনি তার কথা —তোমার মন আজ ভাল না, চলে আমার সঙ্গে— —সে কতদূৰ ? —পঞ্চম স্বর্গের দ্বিতীয় স্তরে—তোমাকে আবরণ দিয়ে শক্তি দিয়ে নিয়ে যাবে, নইলে তোমার জ্ঞান থাকবে না অত ওপরে। কিছু দেখতেই পাৰে না—