পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবযান ఏ(t এতবড় কাকড়া বিছে! সেই রাত্তিরে কাটানটের শেকড় বেটে, জলপড়া এনে নাপিতবাড়ী থেকে দিই। আহা, আশ্বিন মাসে একবার এমন কাশি হোল যে বাছা দম আটকে বুঝি যায় – কি যে বল্পে শিবু ডাক্তার, হুপিং কাশি না কি—যে ক'দিন ছিল, কষ্টই পেয়ে গিয়েচে বাছ আমার ! প্রৌঢ় বল্লে—কেঁদো না বোঁ, ছিঃ—ভাতের থালা সামনে কাদতে নেই ছুপুর বেলা । অলক্ষণ । মেয়েটি র্কাদতে কঁাদতে বল্লে—আর আমার লক্ষণ অলক্ষণ সব হয়ে গিয়েচে মাসী—এখন তোমরা বলে। আমিও তার সঙ্গে চলে গিয়ে হাড় জুডুই। আমি কি করে খোকার মুখ না দেখে থাকবে, ও মালী ! মেয়েটি এবার ডুকরে কেঁদে উঠলো ডাল ভাত মাখা হাত তুলে হাটুর ওপর রেখে। —ছিঃ বোঁ, ওকি ! থাও, থাও, আরে অমন করে না। তুমি তো অবুঝ নও, আবার হবে, এই-স্ত্রী মানুষ, ভাবনা কি ? কোল জুড়ে আবার পাবে— যতীনকে নিয়ে টেনে বার করাই কঠিন সেখান থেকে । পুষ্প অনেক কষ্টে তাকে কোলাবলরামপুরের বাড়ুয্যে-বাড়ী থেকে উদ্ধার করে নিয়ে এল বুড়োশিবতলায় । বল্লে—খুব মন কেমন করচে মার জন্যে ? —সত্যিই, এত কষ্ট দিয়ে এসে অপরের মনে, আমার কোনো স্থখ হবে না এ স্বর্গে। এ যেন পানসে হয়ে গিয়েচে । জগতে যখন এত কষ্ট—তখন আমি স্বখে থেকে কি করবো পুষ্প । পৃথিবীই আমার ভাল, মাথার ঘাম পায়ে ফেলে সেখানে জমি চাষ করি, স্ত্রীপুত্রকে খাওয়াই, মাকে খাওয়াই । দেখলে না মায়ের খাওয়া গেল ? আমি সেই মায়াবাদী সন্নিসিকে পেলে একবার জিজ্ঞেস করি, সবাই যদি সমাধি লাভ করে ব্রহ্মে লয় পাবে, তবে জগৎসংসার চলবে কাদের নিয়ে ? সব নিয়েই তো সংসার। চাষা যদি লাঙল না চযবে, তাতি কাপড় না বুনবে, মজুর যদি তোমার আমার হয়ে না খাটবে—তবে একদিন সংসার চলে কেমন চলুক তো ? তুমি তো বলচে সব মিথ্যে, সব ভুল— to —এ কথার উত্তর আমি তোমায় এখুনি দিতে পারি, কিন্তু তুমি বিশ্বাস করবে না আমার মুখ থেকে শুনলে। তাই এর জবাব দিলাম না । —জবাবে দরকারও নেই। তুমি কেন আমাকে নিয়ে এলে পৃথিবী থেকে ? —কেন নিয়ে এলুম! শুনবে তবে ? আমি আনিনি । তোমার অদৃষ্ট তোমাকে পৃথিবীতে জন্মগ্রহণ করিয়েছিল, অদৃষ্টই আবার এনেচে । পৃথিবীতে পুনর্জন্মের সময় তোমার আসেনি— দৈবছবিপাকে পুনর্জন্মের টানে জন্মাতে বাধ্য হয়েছিলে। ও একটা দুর্ঘটনা—যেমন ভূমিকম্প। ও থেকে তোমার কর্মফল তোমাকে মুক্ত করে আনতেী—এনেওচে । আমি কে ? আমি সাহায্য করেচি মাত্র। পুনর্জন্মের জন্যে অত ভেবে না-ও যখন হবে, তখন কেউ রুখতে পারবে না । 劇 —আমার ভাল লাগে না...পৃথিবীতে এত কষ্ট। এখানে নিঝৰ্বাটে কোন প্ৰাণে-ওদিকে