পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপলখও ›ፃ —অাজে, কেন ? —আর-বছর আপনার ক'জন লিফটু পেয়েছিলেন । এ বছর আবার তাদের বোনাস দিলে অন্ত সবার ওপর অবিচার করা হয়। তাই ঠিক হয়েছে— , —স্তার, এ কেমন যুক্তি হলো কাজে সন্তুষ্ট হয়েই তো আপনার লিফট দিয়েছিলেন, এ বছর তবে এমন কি অপরাধ হলো আমাদের— বাঙালীর আপিল । যা মনিবের রায়, সেই অনুসারে কাজ হবে । মনিব যা ভাল ৰোঝেন। যুক্তি-টুক্তি এখনে খাটবে না । হলোও তাই । অন্য সকলে দেড় মাসের মাইনে বোনাস পেয়ে গেল, গোপীকৃষ্ণবাবুর অদৃষ্টে জুটলো শুধু মাইনেটি। সেইদিনই গোপীবাবু অগ্রিম কিছু টাকার দরখাস্ত করলেন, মঞ্জুর হোল মাত্র পনেরোটি টাকা । তাও বজায় রাখা গেল না, দেশের বাড়ী থেকে চিঠি এসে হাজির, বৃদ্ধ পিসিমা লিখেছেন—চৌকিদারি ট্যাক্স বাকি পড়েছে অনেক দিনের, এবার না দিলে ঘরৰাড়ী ক্রোক হবে। পত্রপাঠ আট টাকা তের আন ছ' কোয়ার্টারের ট্যাক্স বাবদ যেন পাঠানো হয়। গোপীকৃষ্ণবাবু প্রথমে রাগ করেছিলেন, যায় যাকগে ক্রোক হয়ে । ভারি তো ভাঙা পৈতৃক বাড়ী, মশা আর জঙ্গলে ভর্তি। কেন, পিসিমা বঁাশ, আম, কঁঠালের উপস্বত্ব ভোগ করছেন, চৌকিদারি ট্যাক্সটা তিনি দিতে পারেন না ? আমার ঘাড়ে কেন চাপিয়েছেন ? আমি কি সেখানে বাস করি ? পাঠাবো না টাকা । • পরে তার স্ত্রী বোঝালেন, চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খেয়ে কি লাভ ? তারই ছুটি ছেলে, বেঁচে থাকলে ও-সম্পত্তি তাদেরই থাকবে । বুড়ী পিসিমা চোখ বুজবেন আজ বাদে কাল, বাড়ীঘর বজায় রাখবার গরজ তার তত থাকবার কথাও নয় । শম্ভু ডাক্তারের বৈঠকখানায় গোপীকৃষ্ণরাবু ঢুকলেন একটু মন-মরা ভাবে । দেখলেন শম্ভু ভাক্তারের মনের অবস্থাও তেমন স্ববিধে নয় । চা এল, ভ্রমণ বিষয়ে কোনও কথাই ওঠে না, অন্তান্ত কথাই চলে। গোপীবাবু সাহসে ভর করে বল্পেন—তারপর যাওয়া সম্বন্ধে কি ঠিক করলে ? শম্ভু ডাক্তার বনে—ভাই, এ মাসে যা কিছু পেয়েছিলাম, সব গেল ছেলেমেয়ের কাপড়-চোপড় কিনতে। আগে তো ভাবিনি অত টাকা কাপড়ে খরচ হবে, একখানা করে কাপড় কিনতে তেতাল্লিশ টাকা খরচ হয়ে গেল। আর হাতে টাকা নেই। তবে পাচদিন এখনও বাকি, দেখি যদি এর মধ্যে কোনও শক্ত কেটেস এসে যায় ভগবানের ध्रिांव्र- so গোপীকৃষ্ণবাবুও নিজের টানাটানির কথা ব্যক্ত করেন। তবে এখনও পাচদিন বাকি ঐ যা ভরসা। যদিও এটা মনকৈ চোখ ঠারা মাত্র পঁাচ দিনে গোপীকৃষ্ণবাৰু কি আর ত্রিশ হাজার টাকা লটারিতে পাবেন, তা কিছু নয়।

  • ष्ट्र छांख्गेब्र दरझन-ञाष्झ, চিত্রকূট যদি না-ও হয়—অতদূর—

–টাইমটেবিলে একটা জায়গা বলছে ঋষ্টপূঙ্গ মুনির আশ্রম, লুপ লাইনের কাজরা স্টেশন থেকে ছ’ মাইল । সিনারি বেশ বলে লিখছে— {} বি. র. ৮-১৫