পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$9 אאושן"ס —“তাহলে চা চলবে তো ”ি —“তাতে আপত্তি নেই । সে হবে এখন। আসলে যে জন্তে আসা—ত এ এক কি হাঙ্গামা দেখছি ? কে ইন্দুবালা দেবী আসছে বাণী সিনেমাতে আজই—“ —“হ্যা তাই তো, দেখছিলাম বটে।” —“দিন বুঝে আজই ?” —“তাই তো—আমিও তাই ভাবছিলাম। ক্ল্যাস করবে কিনা ?” —“এখন তো আমরা দিন বদলাতে পারি না। সব ঠিকঠাক। আমাদেরও হ্যাগুবিল বিলি, বিজ্ঞাপন বিলি, সব হুয়ে গিয়েছে। আইনস্টাইন আসবেন এই দাৰ্জিলিং মেলে।” —“আমিও তো ভেবেছি। তাই তো—” 銀 —“তবে আমার কি মনে হয় জানেন ? যারা সিনেমাতে ইন্দুবালাকে দেখতে যাবে, তারা সাহেবদের লেকচার শুনতে আসবে না। সাহেবদের সভায় যারা আসবে, তারা ঠিকই আসবে।” আইনস্টাইনকে "সাহেব বলিয়া উল্লেখ করাতে রায় বাহাদুর মনে মনে চটিয়া গেলেন । এমন জায়গাতেও তিনি আনিতে চলিয়াছেন বিশ্বের শ্রেষ্ঠতম বৈজ্ঞানিক আইনষ্টাইনকে ! এ কি পাটকলের ম্যানেজার, না রেলের টি. আই, যে "সাহেব’ ‘সাহেব' করবি ? বুঝে-মুঝে কথা বলতে হয় তো ! মুখে বলিলেন,—“ই, তা বটে।” ভাইস-চেয়ারম্যান শ্ৰীগোপালবাবু তার অমায়িক আতিথেয়তার জন্যে রানাঘাটে প্রসিদ্ধ। চী আসিল, সঙ্গে এক রেকবি খাবার আসিল। রায় বাহাদুর চা-পানান্তে আরও নানা স্থানে ঘুরিবেন বলিয়া বাহির হইলেন। অনেকের সঙ্গে দেখা করিতে হইবে, অনেক কিছু ঠিক করিতে হুইবে । যাইবার সময় বলিলেন—“মিউনিসিপ্যাল হলের চাৰিটা—” শ্ৰীগোপালবাবু বলিলেন—“আমাদের হলের চাকর রাজনিধিকে এখনই পাঠিয়ে দিচ্ছি। আমার বাসার চাকরও যাবে। ওরা হল খুলে সব ঠিক করবে। সেখানে ফ্রী রীডিং রুম আছে, সকাগে আজ ছুটির দিন খৱরের কাগজ পড়তে লোকজন আসবে। তাদের মধ্যে যারা ছেলে-ছোকরা তাদের ধরে চেয়ার বেঞ্চি সাজিয়ে নিচ্ছি। কিছু ভাববেন না ।” 蠟 শ্ৰীগোপালবাবু স্নান করিয়া বাড়ীর মধ্যে ঢুকিতেই তাহার বড় মেয়ে (শ্ৰীগোপালবাবু আজ তিন বৎসর বিপত্নীক, বড় মেয়েটি শ্বশুরবাড়ী হইতে আসিয়াছে, সে-ই সংসার দেখাশুন করে ) বলিল, —“বাবা, আমাদের পাচখানা টিকিট করে এনে দাও।” —“কিসের টিকিট ?” —“বা রে, বাণী সিনেমায় ওবেলা ইন্দুবালা আসছে—নাচগান হবে। সবাই যাচ্ছে আমাদের পাড়ায় ।” -“८क थांदणश् ?" . —“সবাই ! এই মাত্তর রাণু, অলক, টেপি, যতীন কাকার মেয়ে টেক্স—এরা এসেছিল। ওরা সব বক্স নিচ্ছে একসঙ্গে—বক্স নিলে মেয়েদের আড়াই টাকা করে রিজার্ত টিকিট দিচ্ছে। W.