পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপলখও ఏt বলিলেন,—“ত আপনি কি করবেন শুনি ?” —“আমার বাড়ীর মেয়েরা তো যাচ্ছে সিনেমায়। তবে আমাকে যেতেই হবে সায়েবের বক্তৃতায়। রায় বাহাদুর নীলাম্বরবাৰু এসে খুব ধরাধরি করছেন—” —“কে রায় বাহাদুর ? নীলাম্বরবাবুটি কে ?” —“কৃষ্ণনগর কলেজের প্রোফেসর । তারই উদ্যোগে সব হচ্ছে। তিনি এসে বিশেষ—” রাধাচরণবাবু চোখ মিটকি মারিয়া বলিলেন,—“আরে ভায়া, একটা কথা বলি শোন । একটা দিন চল দেখে আসা যাক । ছবির ইন্দুবালা আর জ্যাস্ত ইন্দুবালাতে অনেক ফারাক । ইহজীবনে একটা কাজ হয়ে যাবে । ওসব সায়েব-টায়েব ঢের দেখা হয়েছে । দুবেলা রানাঘাট ইস্টিশানে দাড়িয়ে থাক দাৰ্জিলিং মেল শিলং মেলের সময়ে—দেখ না কত সায়েব দেখবে। কিন্তু ভায়া এ স্থযোগ—বুঝলে না ?” শ্ৰীগোপালবাবু অন্যমনস্ক ভাবে বলিলেন,—“তা—তা—কিন্তু, তবে রায় বাহাদুরকে কথা দেওয়া হয়েছে কিনা, তিনি কি মনে করবেন—” রাধাচরণবাবু মুখ বিকৃত করিয়া খিচাইবার ভঙ্গিতে বললেন,—“হ্যাঃ কথা দেওয়া হয়েছে রায় বাহাদুরকে | ভারি রায় বাহাদুর । এত কি ওবলিগেশন আছে রে বাবা ! বলে এখন, বাড়ীর মেয়ের সব গেল তাই আমার যেতে হোল। তারা ধরে বসল তা এখন কি করা। বলি কথাটা তো নিতান্ত মিথ্যে কথাও নয় ।” শ্ৰীগোপালবাবু অন্তমনস্ক ভাবে বলিলেন—“তা—তা—তা তো বটেই। সে কথা তো—” রাধাচরণবাবু বলিলেন,—“রায় বাহাদুর এলে বলো এখন তাই । তাকেও অনুরোধ কর না বাণী সিনেমায় যেতে ।” —“চললেন ?” —“চলি । ওবেলা আসব ঠিক সময়ে ।” রায় বাহাদুর স্থানীয় জমিদার নীরেন চাটুয্যের বাড়ীতে বসিয়া সভা সম্বন্ধে পরামর্শ ও আয়োজন করিতেছিলেন । o নীরেনবাবু রায় বাহাদুরের মাসতুতে ভাই, স্থানীয় জমিদার ও উকিল। উকিল হিসাবে হয়তো তেমন কিছু নয়, কিন্তু জমিদারির আয় ও পূর্বপুরুষ সঞ্চিত অর্থে রানাঘাটের মধ্যে অনেকেই তাহার সঙ্গে পারিয়া উঠেন না। শিক্ষিত লোকও বটে। রায় বাহাদুর গুরুভোজন করিয়া উঠিয়াছেন মধ্যাহ্নে। ধনী মাসতুতে ভাই-এর বাড়ীতে মধ্যাহ্নভোজন রীতিমত গুরুতর। দু-একবার নিদ্রাকর্ষণ হইতেও ছিল, কিন্তু কৰ্তব্যের খাতিবে শুইতে পারেন নাই । নীরেনবাবু বলিলেন,—“আচ্ছা দাদা, বক্তৃতায় মোট কথাটা কি হবে আজকের ” —“slfo wif a On the unity of forces—st form a cow to নাও।”