পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ বিভূতি-রচনাবলী —আমার কাক ওখানকার সাবডেপুটি, সুধাংশুকুমার মজুমদার। প্রভুলের বুকের মধ্যে হঠাৎ যেন জ্বলে উঠল—যে কথাটা ভুলে ছিল এতক্ষণ, সেটা আবার ওর মনে সাড়া জাগাল । —একটা কথা বলব ? যদি কিছু মনে না করেন, আপনার নামটি কি জিজ্ঞেস করতে পারি কি ? —আজ্ঞে আমার নাম অমিয়া মজুমদার। প্রতুলের মাথা ঘুরে উঠল। বাস, লোকজন, গাছপাল, পৃথিবী, আকাশ, বাতাস দুলে উঠল। যেন বিরাট একটা ভূমিকম্প “অমিয়া মজুমদার । অমিয়া মজুমদার ! অতি কষ্টে নিজেকে সামলে বললে—আর একটা কথা বলব, কিছু যদি মনে না করেন। আপনার সঙ্গেই আমার সুটকেস বদল হয়েছিল গত পূজোর ছুটির সময়—আমারই নাম প্রতুল ভট্টাচাৰ্য্য, আমিই ভাটিখালি চা-বাগানে থাকি—ডাক্তার— মেয়েটির ডাগর চোখে বিস্ময় ও কৌতুহলের দৃষ্টি ফুটে উঠল। অল্পক্ষণ চুপ করে ওর দিকে চেয়ে থেকে বললে, ও ! আপনি প্রতুলবাবু! আপনাকে আমি চিনি। —আমাকে ? আমাকে চেনেন কি ভাবে ? —সেবারে বাসে আমার একখানা বই পড়ে যাওয়াতে আপনি আমায় কুড়িয়ে দিয়েছিলেন —না ? প্রতুল হেসে বললে,—হ্যা, ঠিক বটে। মনে পড়েছে। কিন্তু বাক্স-বদলের চেনাটা বড় বেশি রকম করে চেনা নয় কি ? ও কি কষ্ট দিয়েছিলুম আপনাকে, মনে থাকবে চিরকাল । মেয়েটি প্রতিবাদের স্বরে হাসিমুখে বললে,—ম্বা না, তা আর কি, অমন ভুল তো হয়েই থাকে। আমারই দোষ— —আপনার কি দোষ ? আমার দোষ, যতই তাতাতাড়ি হোক, নিজের জিনিস দেখে নেওয়া উচিত ছিল। আপনি কোন কলেজে পড়েন । —স্কটিশ চার্চ-এ। —এবার দেবেন বুঝি বি-এ ? —থার্ড ইয়ার শেষ হবে এবার—সামনের বারে দেব । —আপনার মামার নাম বুঝি ভবতারণবাবু ? মামার বাড়ী থাকেন বুঝি ? —ন, মামার বাড়ী ওটা নয়। মামা একা থাকেন, উনি জ্যোতিষী, কেউ নেই বাসায়, আমি রাধি, মামা আর আমি থাকি । 馨 রাত্রি সাড়ে আটটার সময় বালুরঘাটে বাস এল। প্রতুল মেয়েটিকে বললে—আপনাদের বাসা কতদূর ? একখানা গাড়ী করি ? 曾 মেয়েট বললে—গাড়ী করতে হবে না। কুলির মাথায় দিয়ে চলুন যাই, ওই মোড় ঘুরলে ख्रिम मिनिटप्लेब्र श्रृंथं ।