পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিধু মাষ্টার むむ পাচ্ছি এখানেই বাড়ী বলে—নেব ? কাপালীপাড়ার সবাই বলছে গ্রামের বারোয়ারী ঘরে একটা পাঠশালা খুলতে। ছাত্ৰ-পিছু চার আন দেবে। বিশ-পচিশটে ছাত্র আপাতত হবে। তার পর ওরা আরও জোগাড় করে দেবে বলেছে। কি বলেন ? ভাল হবে ? —বসে না থেকে ভালষ্ট, যা পাও । তোমার পক্ষে বসে থাকাটা— দিন কয়েক পরে বারোয়ার ঘরের দিকে বেড়াইতে গিয়া দেখি ছাত্রছাত্রীরা সমস্বরে শটকে পড়িতেছে— দুয়ের পিঠে সাত দিলে সাতাশ হয়, 鬱 সাতাশের সাত নামে হাতে দুই রয়। আমাকে দেখিয়া সুবেশ বলিল—আসুন সার, বসুন একটু —সাতটি ছাত্র আর এই চারটি ছাত্রী জুটেছে—আরও অনেক আসবে বলেছে সামনের মাস থেকে। নবীন, সাধু বাঙ্গী, হরি কলু এরা সব ভরসা দিয়েছে। . আমি কিন্তু খুব ভরস পাইলাম না। ছোকরা যে রকম খুশির স্বরে পাঠশালাটিকে কেন্দ্র করিয়া স্বীয় উজ্জল ভবিষ্যৎ অঙ্কিত করিতে লাগিল, তাহাতে তাহাব উপর বড় মায়া হইল। এই অতি সামান্ত মোচার খোলায় সে সমুদ্রপারের যে কল্পনায় উৎফুল্ল হইয়া উঠিয়াছে, তাহ যে কত ক্ষণভঙ্গুর সে সম্বন্ধে এই অনভিজ্ঞ যুবক কিছুই জানে না। পাডাগায়ের পাঠশালা । এইসব ধেড়ে ছাত্রেরা গরু চরাইভ, লেখাপডায় ইহাদের মন নাই। দুর্গন্ধ মলিন বস্ত্র পরিয়া ভাঙা শেলেট ও কোণ-র্কোকডানো প্রথম ভাগ হাতে এই বয়সে বিদ্যালয়ে পডিতে আসিয়াছে, তাহার কাবণ—এখন মাঠে মাঠে ধান, গরু চরাইবার সুবিধা নাই—ভান্দ্রের প্রথমে আউস ধান কাটিবার পর যেমন মাঠ ফণকা হইয়া যাইবে, ইহাদেরও ছাত্রজীবন সাঙ্গ হইয়া রাখাল-জীবনের শুরু হইবে। পাড়াগায়েব ধাত জানিতে আমার বাকি নাই । সুরেশ আমার কাছে বসিয়া হাত নাডিয়া বলিতে লাগিল—বি এ পাশ করে চাকরি করার চেয়ে এ ঢের ভাল। আপনি দেখুন হিসেব করে, এর দেবে চার আনা করে মাথা পিছু— পঞ্চাশটি ছাত্র হলেই পঞ্চাশ সিকে অর্থাৎ সাড়ে বার টাকা । তাছাড়া এরা ধানের সময় ধান দেবে, ক্ষেতে ডাল হলে ডাল দেবে, কলাটা মূলোটা— বাড়ীর খেয়ে এ যে-কোন চাকরিব চেয়ে ভাল। আমি কেবল ভাবছি এ আমি এতদিন করিনি কেন । —রামু মুখুজ্যে মশায় কি বলেন ? —তিনিও বললেন বাডী বসে না থেকে ও খুব ভাল। আচ্ছ, ইন্‌পেক্টরের আপিসে লিখলে কিছু গ্র্যান্ট পাওয়া যাবে না ? মর্গ্যান সাহেবকে আমি ধরতে পারি গিয়ে। মর্গ্যান সাহেবের সঙ্গে ডি. পি. আই-এর খুব আলাপ | দাদাবাবুর মামাতো ভাই মর্গ্যান সাহেবের আপিলে কাজ করে—তাকে দিয়ে ধরাতে পারি মর্গ্যান সাহেবকে । —কে মর্গ্যান সাহেব ৭ —ক্যালকাটা ট্ৰেডিং কোম্পানির ম্যানেজার। নাম শোনেন নি ? মন্ত লোক। —তুমি তাকে দেখেছ নাকি ? 屬