পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিধু মাষ্টার ** DBBB uBS BB D BB BBB BBB DDSBBB S BBDD BBSDDDHH উাহার গ্রগাঢ় শ্রদ্ধা। গৃহদেবতা লক্ষ্মীজনাৰ্দ্দনের পূজায় ক্রমে ক্রমে তিনি আত্মনিয়োগ করলেন। তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর প্রকৃতির মাছৰ। কাহারও সঙ্গে বড় একটা কথা কহিতেন না । বাড়ীতে খাইতেন আর ত্রিতলের ঘরে বসিয়া থাকিতেন। কোথাও বাহির হইতেন না। ক্ষত্রাক্ষের মালা গলায় পরিয়া গেরুয়া বসনে সর্বাঙ্গ মণ্ডিত করিয়া তিনি সন্ন্যাস-জীবন যাপন করিতে লাগিলেন। অবসর সময়ে তিনি তাহার প্রিয় বেহালাখানায় বসিয়া ছড়ি দ্বাধতেন। রাত্রির নিঃশবতার বক্ষ চিরিয়া সেই রাগিণী কোন বন্দিনী বিরহিণীর আর্তক্রদনের স্তায় শুনাইত । ক্ষয়িষ্ণু চৌধুরীবাড়ীর গৃহলক্ষ্মী যেন ঐ ভাষায় গুমরাইয়৷ গুমরাইয়া কাদিয়া মরিত। শঙ্করনারায়ণও তাহাদের বংশের ধারা বজায় রাখিয়া অল্প বয়সে বিবাহ করিয়াছিলেন এবং খুব অল্প বয়সেই তাহার পুত্র হইয়াছিল। র্তাহার পিতৃপুরুষদিগের স্থায় তিনি তাহার পত্নী BDBB BBS BBB BB BBS BB BBB BB BBBBB TDD BBB BBD BB DD না। তিন পত্নীর প্রতি তাহার কর্তব্য সম্পাদন করিতেন মাত্র। সারাদিন প্রায় তাহার গৃহদেবতার ধ্যানধারণায় কাটিত । তিনি নিত্য অত্যন্ত শুচিত সহকারে দেবতার আরাধনা করিতেন। গভীর রাত্রে পূজায় বসিতেন। যাহা জুটিত সেই সামান্ত ফুটি শাকান্ন মুখে দিয়া তিনি আবার তাহার সেই ত্রিতলের গৃহে যাইতেন। বাড়ী হইতে বাহির হইতেন না আদোঁ । দিনদিন চৌধুরীবংশ যে নিশ্চিহ্ন হইবার পথে আগাইয়া যাইতেছে তাহা দেখিয়া তিনিও ধীরে ধীরে শুকাইতে লাগিলেন। আর ততই তাহার গৃহদেবতার পূজার মাত্রাও বাড়িয়া যাইতে লাগিল । তিনি পাগলের মত হইয়া গেলেন। তাহার জীবনের একমাত্ৰ কামনা হইল—বিত্ত চাই, অর্থ চাই, ঐশ্বৰ্ষ চাই। তিনি কেবল প্রার্থনা করিতেন দেবতা আবার যেন চৌধুরীবংশের নষ্টসম্পদ ফিরাইয়া দেন।••• এহেন কালে একদা চৈত্রের এক অমাবস্তা রজনীতে শঙ্করনারায়ণ স্বপ্ন দেখিলেন যেন প্তাহাদের গৃহলক্ষ্মী চৌধুরীবংশ ত্যাগ করিয়া যাইতেছেন। তাহার অপূর্ব জ্যোতিতে বিশ্বভুবন আলোকিত । একটা স্বস্নিগ্ধ স্ববাসে দিগন্ত ভরিয়া গিয়াছে। শঙ্করনারায়ণ ত্বরিতপদে উঠিয়া গিয়া দেবীর পথরোধ করিয়া দাড়াইলেন । দেবী তাহার বিষন্ন মুখে যেন বলিলেন, কাছ, পথ ছাড়, আমায় যেতে দে । শঙ্করনারায়ণ কাদিতে লাগিলেন,—ম, আমাদের এমনি করে ছেড়ে যাচ্ছ মা'? দেবী নিষ্ঠুরভাবে হাদিলেন। —নিত্য না খেয়ে তোমার পূজার আয়োজন করেছি মা, তবু তোমার ক্ষুধা দূর হয় নি ? --नां ? अॉभिं भ्रस् छहेि ? 微 -काग्र ब्रख भl ? • • --ভোর ছেলের } দেবী জগুছিঙা হইলেন। অমনি শরনারায়ণের ঘুম ভারিা গেল। ‘ ঘামে উহার সর্বাঙ্গ ভিজিা গিাছিল। তিনি উঠিয়া রোন করিতে লাগিলেন। আক্ষণি,এ কি পরীক্ষা,