পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৪৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

을 বিভূতি-রচনাবলী । খারাপ । ভোর পর্য্যস্ত পরিশ্রম করতে হোলো রোগীকে চাঙ্গ করতে । সকালবেল বাইরে যাওয়ার আগে জমিদারবাবুকে আমি নিভৃতে ডেকে বললাম—কিছু মনে করবেন না জমিদারবাবু, আপনি এই ছেলেটিকে বাচাতে চান তো ? জমিদারবাবু অবাক হয়ে বললেন—তার মানে ? তার মানে হচ্চে এই । আপনি জানেন না ওই ছেলেটির ওপর ওর সৎমা বড় অবিচার করেন । কাল ওর মা আমার কাছে এসেছিলেন—শুকুন তবে । সব কথা খুলে বললাম। জমিদারবাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন, তারপর হঠাৎ কেঁদে ফেললেন । . পরে বললেন—আমি কিছু কিছু জানি। বেশ এবার ও বেঁচে উঠুক, এর ব্যবস্থা আমি করবো, আপনাকে আমি কথা দিলাম। ও সেরে উঠক, জানুয়ারি মাস থেকে যশোর জেলাস্কুলের বোর্ডিং-এ ওকে আমি রাখবো । — কেমন ঠিক তো ? এবার কিছু হলে আমি কেন, কেউ আর ওকে বাচাতে পারবো नी | ■ —আমি কথা দিচ্চি কবরেজ মশাই । —বেশ । নিৰ্ভয়ে থাকুন, আপনার ছেলে সেরে গিয়েচে । আগামী মঙ্গলবার ওকে পথ্য দেওয়ার ব্যবস্থা করবো। আপনি পুরনো চাল কিছু এর মধ্যে যোগাড় করুন। —পরের দিন জর ছেড়ে গেলো রোগীর । শিশির সেন এক মনে গল্প শুনছিলেন । বললেন—সেরে উঠলো ! —নিশ্চয় । —আর কোনদিন দেখেছিলেন তার মাকে ? —কোনদিন না । সে ছেলে এখন কলকাতায় থাকে, কিসের ভাল ব্যবসা করে শুনেচি । জমিদারবাবু মারা গিয়েচেন । চললুম আমি, বৃষ্টি থেমেচে—ঘরে আলো জালি গে। চন্দ্রনাথ কবিরাজ উঠে চলে গেলেন । 醯 আমোদ ”گی স্বামধন সৰালে উঠে ঝিঙের ক্ষেত নিডুচ্ছিল। হঠাৎ তার কাছে তার ছেলে ফণি এসে বললে বাবা, আজ বড় মজা হবে বাজারে । শুনেচ কিছু ? 鬱 —কি রে ? s —তালে যাত্র আসবে কলকেত থেকে। বড় দল। যাবা নাকি খেতি ? —যাবে! না! বলিস চি রে ? তুই আমি দুজনেই যাবা নি। কলকেতার দলের গাওনা কতদিন শুনি নি বলতো ? *