পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৪৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছায়াছবি 8ፃ —নানা-না--তাই দেরি হয়ে গেল কি-না ? আমার উত্তরের বিশেষ কোনো মানে হয় না। অসংবদ্ধ প্রলাপ | –কিসের দেরি হয়ে গেল ? —না, দেরি হয় নি । এমনি বলচি । —আপনি অদ্ভুত লোক । —কেন ? —কেন ? আপনাকে কি বোঝাবো। নিজে বুঝতে পারেন না ? বন্থন, আমি খাতাখানা আনি । 轉 আমি তো বুঝতে পারলুম না, কিসে আমি অস্তুত লোক হোলাম। নির্মলার এ কথার মানে কি ? একটু পরে ও ফিরে এলো। এসে একটি অস্তুত কাণ্ড করলে। খাতাখানা আমার হাতে দিয়ে হঠাৎ ঈষৎ নিচু হয়ে যেন আমার দিকে এগিয়ে বুকে পড়ে আমার মুখের ওপর দৃষ্টপাত করে মুখ সরিয়ে নিলে। আর মুখ ফিরিয়ে নিয়েই সরে গেলো এবং খিলখিল করে হেসে উঠলো । 鬱 ● আমার মাথা ঘুরে উঠলো। গম্ভীর ও সংযত মেয়ে নির্মলা ক্লাসের মধ্যে। তার একি লীলা ! আমি খাত হাতে নিয়ে উঠে বললুম—তবে আজ আসি । নির্মলার মুখের হাসি মিলিয়ে গেল, বললে—বস্থন না ? —যাই । বেলা গিয়েচে । কাজ আছে বাড়ীতে । —চললেন তা হোলে ? ডিসেকৃষ্ঠান রুমে দেখা হবে কাল তো ? —হঁ্যা, যাই । • —কাল ডিসেক্শুন রুমে আসবেন তো ঠিক ? — আসবো । নির্মলা ফটক পুর্যন্ত এগিয়ে এল। আমি টলতে-টলতে বাইরে এলাম। বাইরে এসে বাড়ী যাবার পথে কতবার ভাবলাম নির্মলার এ অদ্ভুত আচরণের অর্থ কি ? ও তো অতি গম্ভীর মেয়ে । অন্য কারো সঙ্গে তো কথাই কয় না ভালো করে। আমাকে কি অন্য চোখে দেখে ? কি জানি । বাড়ীতে তখন আমার বিয়ের জন্যে খুব পীড়াপীড়ি চলচে । বিয়ে করা আমার পক্ষে अनन्छद । 輸 • নির্মলা আমার চোখে ও মনে জল জল করচে। অন্য মেয়েকে ওর আসনে বসাতে হবে ? নির্মলা খুব বড় লোকের মেয়ে। অভিজাত ও উচ্চ শিক্ষিত পরিবারের মেয়ে ও । আমি খোজ নিয়ে দেখেচি। জুক পেতে যাওয়া মানে বামন হয়ে চাদে হাত। আমার মত একজন নগণ্য ছেলেকে মেয়ে দেবে—ওর মা-বাপ ?