পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৪৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t& বিভূতি-রচনাবলী বাড়ী কোথায় ? —লোয়ার সারকুলার রোডে, ডাক্তার বিভাল বস্তুকে চেনেন ? —ডাক্তার রি, বসু-আই স্পেশালিস্ট ? —হঁ্য, তিনি আমার বাবা । في أسسه —আমার মাথা ঘুরে উঠলো। ডাক্তার বিভাল বক্ষ নির্মলার স্বামী । মেয়েটি হেসে বললে—আসবেন আমাদের বাড়ী। বাবা বড় খুশী হবেন। ডালুর বিপদ মন্তবড় কাঠের নৌকাটা সারা গ্রামের বালক-বালিকাদের নিকট একটি বিস্ময়ের বন্ধ হইয়াছে গত কয়েকদিন হইতে । চালানি কাঠের নৌকা, বড় বড় গুড়ি পড়িয়া আছে নদীর ধারে, হাতির মত বড় বড় গুড়ি। কয়েকদিন হইতেই দেখিতেছে ভালু। মা হাক দেয়-ও ভালু, সান্ট, মুড়ি খেয়ে যা—উহাদের দু-জনের পাত্তা নাই। মা বলে –ওরা বসে আছে গিয়ে স্থাখে৷ সেই নদীর ধারে । শুধু খাবে। আর গাঙের ধারে টো-টো করবো । কি বিপদেই পড়েচি এদের নিয়ে ! কিন্তু নৌকার মোহ হঠাৎ এদের পরিত্যাগ করে না। নদীর ধারে যেখানে ঝিঙের ক্ষেতে বর্ষাকালের সন্ধ্যায় ফুল ফুটিয়া আলো করিয়া আছে, সেখানেই বড নৌকাখানা বাধা । দেখিয়া দেখিয়া ডালুসান্টর আশ মেটে না । অতবড় নৌকা গড়ায় কি করিয়া ? কার গড়ায় ? নৌকার গলুই-এর দুপাশে দুটি বড় বড় পেতলের চোখ। তার একটু ওপরে লিঙ্কুর লাগানো। ডালু সান্ট কে বলে—নোঁকো দেখলি ? 羈 —মস্ত বড়—আচ্ছ, ঐখানে চোখ কেন ? নোঁকো কি দেখতে পায়, দাদা ? —দূর বোকা! ও অমনি করে রেখেচে । সব নোঁকোর কি চোখ থাকে ? থাকে না। —কি করে জানলি ? —আমি তোয় চেয়ে বড় যে ! তুই কবে জন্মেচিন, আর আমি কবে জঙ্গিচি। সেদিন নদীর নিচু পাড়ে বসিয়া দুই ভাই ই করিয়া দুই চক্ষু ভরিয়া নৌকা দেখিতেছে নৌকার মাৰি ডালুকে জিজ্ঞাসা করিল—কি নাম ? 夢 —ডালু। --উট কেন্ডা ? —জামার ভাই সান্ট । --কি জাত ?